দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশ করেই ফের বিক্ষোভের মুখে অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। অভিযোগ, এসএফআইয়ের ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান এদিন। রীতিমতো হাতজোড় করে অফিসে ঢোকেন ওমপ্রকাশ মিশ্র। তারপর অধ্যাপকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ছাত্রীরা। এরপরই পরিস্থিতির জটিলতা বুঝে সাদা পোশাকে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এদিনের বিক্ষোভের পালটা দিয়েছেন ওমপ্রকাশ। বলেন, “এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। আমি কাউকে ভয় পাই না।” ওমপ্রকাশের কথায়, ‘‘আমি বর্ষীয়ান একজন অভিজ্ঞ অধ্যাপক। আমাকে ঘটনার দিন আটকানোর চেষ্টা করা হয়েছিল। কেন তাঁরা একজন অধ্যাপককে মারধর করেছিলেন, আটকানোর চেষ্টা করেছিলেন, তার জবাব ওঁদেরকে দিতে হবে। আমাকে কালিমালিপ্ত করতে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।’’ তবে এ সব যুক্তিতে টলছেন না ছাত্রীরা। ওমপ্রকাশের ঘরের সামনে প্ল্যাকার্ড হাতে মাটিতে বসে পড়েছেন তাঁরা। পড়ুয়াদের দাবি, তাঁদের মাড়িয়ে বিভাগে ঢুকতে হবে অধ্যাপককে |বিশৃঙ্খলা এড়াতে সোমবার সকাল থেকে ক্যাম্পাসে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। ওমপ্রকাশ ঢোকার মুখে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আশপাশে সাদা পোশাকেও প্রচুর পুলিশকর্মী ছিলেন।সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা। তার আগে এদিন বেলা ১২ টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। ক্যাম্পাসে ঢুকেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। ছাত্রীরা প্ল্য়াকার্ড হাতে তাঁর পথ আটকায়। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্রীদের কাছে হাতজোড় করে তাঁকে অফিসে যেতে দেওয়ার কথা বলেন অধ্যাপক। পরবর্তীতে অফিসে ঢোকেন তিনি।
Hindustan TV Bangla Bengali News Portal