প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলঘরিয়ার কামারহাটিতে তৃণমূল শ্রমিক নেতা বিকাশ সিংকে গুলি কাণ্ডে পুলিশের জালে এক ব্যক্তি। আটক হওয়া ব্যক্তির নাম ভিকি যাদক। শনিবার রাতে তাঁর বাইক চেপেই দুষ্কৃতীরা চায়ের দোকানের সামনে গিয়ে গুলি চালিয়েছিল বলে খবর। ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ইন্দাল যাদবের নাম উঠে আসছে। তাঁর খোঁজে তল্লাশি চালাছে পুলিশ।শনিবার রাতে কামারহাটি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে টেক্সম্যাকো কারখানার কাছে গুলিবিদ্ধ হন তৃণমূলের শ্রমিক নেতা বিকাশ সিং। মোটর সাইকেলে করে এসে গুলি করে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে জানা যায়, যে গাড়িটি করে দুষ্কৃতীরা অপারেশ চালিয়েছে তার মালিক ভিকি যাদব নামে এক যুবক। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে রবিবার রাতে ভিকিকে খড়দা থানা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ভিকিকে জেরা করে এই ঘটনায় মূল অভিযুক্ত ইন্দাল যাদবের সন্ধান পাওয়ার চেষ্টা করছেন গোয়েন্দারা। ওদিকে বিকাশ সিং গুলিবিদ্ধ হওয়ার পর নিজের প্রাণের আশঙ্কার কথা জানিয়ে প্রকাশ্যে মুখ খুলেছিলেন ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। নির্মলাদেবীর সেই বক্তব্যকে দলবিরোধী কাজ বলে দাবি করেছেন স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, কাউন্সিলরের এই বক্তব্য নিজের সরকারের ওপর অনাস্থা প্রকাশ। কাউন্সিলর ভয় পেলে সাধারণ কর্মীরা সেখানে কী ভাবে কাজ করবেন? সাধারণ মানুষ কার ভরসায় বাঁচবে?
Hindustan TV Bangla Bengali News Portal