প্রসেনজিৎ ধর, কলকাতা :- রাজ্যের বিভিন্ন জায়গায় হিন্দুদের সম্পত্তি ও দেবস্থানে হামলা নিয়ে বিধানসভায় আনা মুলতুবি প্রস্তাব খারিজ হওয়ায় মঙ্গলবারও ওয়াক আউট করলেন বিজেপি বিধাকয়রা। আর এই ঘটনাকে কেন্দ্র করে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে উঠল বিধানসভার অধিবেশন। এদিন বিধানসভা থেকে বিজেপি বিধায়করা ওয়াক আউট করার পর তাঁদের সঙ্গে যোগদান করের সাসপেন্ড হওয়া বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন তিনি।মঙ্গলবার বিধানসভায় রাজ্যের সাম্প্রদায়িক অশান্তির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় তা গ্রহণ করেননি। মুলতুবি প্রস্তাব গ্রহণ না করার কারণ হিসেবে তিনি জানান, আগেই এবিষয়ে আলোচনা করা হয়েছে। একই ইস্য়ুতে দ্বিতীয়বার আলোচনার কোনও কারণ নেই। তা নিয়েই অশান্তির সূত্রপাত। হইহট্টগোল শুরু করেন বিজেপির বিধায়করা। অধিবেশন কক্ষ উত্তাল হয়ে ওঠে। সেই সময়ই বিধানসভার কার্যবিবরণীর কাগজ ছেঁড়েন বিজেপির বিধায়করা। এরপরই অধিবেশনে বিজেপি বিধায়কদের কাগজ না দেওয়ার নির্দেশ দেন স্পিকার। তাতেই অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান শুভেন্দুরা।এরপরই বিধানসভা চত্বরে প্ল্য়াকার্ড হাতে বিক্ষোভে শামিল হন বিজেপির বিধায়করা। স্পিকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন শুভেন্দু অধিকারী। বলেন, “ভারতের সংবিধানের বিরলতম ঘটনা এটা। বিরোধী দলের বিধায়কদের বুলেটিন-সহ কার্যবিবরণীর কোনও কাগজ না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। তবে তাতে কোনও সমস্যা নেই।” শুভেন্দুর কথায়, “আমরা বিজেপির বিধায়কেরা প্রতি দিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় ছিঁড়ব।”
Hindustan TV Bangla Bengali News Portal