দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বেসরকারি স্কুলের বোঝা কমাতে বিল আনছে রাজ্য। বেসরকারি স্কুলের হঠাৎ হঠাৎ মাইনে বৃদ্ধির কারণে প্রবল অসুবিধায় পড়তে হয় অভিভাবকদের। এই সমস্যা সমাধানেই বিশেষ বিল আনতে চলেছে রাজ্য সরকার। মূলত মধ্যবিত্ত অভিভাবকদের সমস্যার কথা মাথায় রেখেই এই বিলের পরিকল্পনা রাজ্য শিক্ষা দফতেরর।বিধানসভা ভোটের ঠিক এক বছর আগে রাজ্যের বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি নিয়ন্ত্রণে বিল আনার প্রতিশ্রুতি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, এই নিয়ে কাজ করছে সরকার। তবে বিল কবে আনা হবে তার কোনও সময়সীমা এদিনও জানাননি ব্রাত্য বসু। করোনাকালের পরে রাজ্যের বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন অভিভাবকরা। সেই মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর পর স্বাস্থ্য কমিশনের ধাঁচে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগাম পরাতে কমিশন গঠনের কথা ঘোষণা করে রাজ্য সরকার। ২০২৩ সালের অগাস্টে বিধানসভা সেকথা ঘোষণাও করেন ব্রাত্যবাবু। কিন্তু তারপর ২ বছর কাটতে চললেও সেই বিলের ব্যাপারে রাজ্য সরকারের মুখে কোনও উচ্চবাচ্য শোনা যায়নি। মঙ্গলবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে ব্রাত্যবাবু বলেন, বেসরকারি স্কুলের ফি বৃদ্ধির বিষয়টি সরকারের নজরে রয়েছে। বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে বিল আনতে চলেছে সরকার।সোমবার থেকে বিধানসভায় দ্বিতীয় ভাগের অধিবেশন শুরু হয়েছে। চলবে ২০ তারিখ পর্যন্ত। মঙ্গলবার অধিবেশন চলাকালীন বিজেপির এক বিধায়ক বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধির বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে সরকারের পদক্ষেপের কথা জানতে চান। তার জবাব দিতে গিয়ে ব্রাত্য বসু জানান, স্কুলের ফি বৃদ্ধি, অভিভাবকদের উপর চাপ থেকে শুরু করে নানা অভিযোগ আসছে সরকারের কাছেও। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তাঁরা ভেবেছেন। আগামী দিনে সরকার বেসরকারি স্কুলের ফি বৃদ্ধি রুখতে একটি বিল আনতে চলেছে, তা জানিয়েছেন ব্রাত্য বসু। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ব্রাত্যর এই বক্তব্যকে সমর্থন জানান। স্বাস্থ্য কমিশনের ধাঁচে বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে তৈরি হবে একটি কমিশন। উচ্চহারে ফি বৃদ্ধি সংক্রান্ত সমস্যার সমাধান হবে কমিশনের মাধ্যমে।
Hindustan TV Bangla Bengali News Portal