নিজস্ব সংবাদদাতা :- শারীরিক অসুস্থতা নিয়ে আসতে চেয়েছিলেন ব্রিগেডে | কিন্তু চিকিৎসকদের পরামর্শে তাতে বাধ সেধেছে | ব্রিগেড সমাবেশের আগের দিন লিখিত বার্তায় নিজেই এ কথা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | সশরীরে যে তিনি রবিবারের ব্রিগেডে আসতে পারবেন না, সেটা একপ্রকার ধরেই রেখেছিলেন বাম শীর্ষ নেতৃত্ব | সেই মতোই প্রস্তুতি নেওয়া হচ্ছিল তাঁর অডিয়ো বার্তার | তবে আগামিকাল দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হল না|রবিবাসরীয় ব্রিগেডের আগেই বাম কর্মী-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য | আর তাই মন ভারাক্রান্ত | অশক্ত শরীরে বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা,’সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না |
বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা
ব্রিগেড সমাবেশ নিয়ে বিভিন্নভাবে খবরাখবর নেওয়ার চেষ্টা করছি। শুনে বুঝতে পারছি বহু মানুষ সমাবেশে আসবেন এবং অনেকে এসে গেছেন। বড় সমাবেশ হবে। এরকম একটা বৃহৎ সমাবেশে যেতে না পারার মানসিক যন্ত্রণা বোঝানো যাবে না। মাঠে ময়দানে কমরেডরা লড়াই করছেন আর আমি শারীরিক অসুস্থতা নিয়ে ডাক্তারবাবুদের পরামর্শ মেনে চলেছি। ময়দানে মিটিং চলছে আর আমি গৃহবন্দী যা কোনদিন কল্পনাও করতে পারিনি। সমাবেশের সাফল্য কামনা করছি।
বুদ্ধদেব ভট্টাচার্য
২৭ফেব্রুয়ারি, ২০২১
Hindustan TV Bangla Bengali News Portal