প্রসেনজিৎ ধর, কলকাতা :-ছট পুজোর সময়ে রবীন্দ্র সরোবর লেক বন্ধ রাখা হয়। কিন্তু দোলে কেন সম্পূর্ণ বন্ধ রাখা হবে না, সে নিয়ে প্রশ্ন উঠেছে। দোলের জন্য দুদিন সরোবর বন্ধ করে দেওয়া হচ্ছে জন সাধারণের জন্য। কিন্তু একাধিক ক্লাবের জন্য তা খোলা থাকবে। নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলেই দেখানো হচ্ছে বিক্ষোভ।এই ঘটনা প্রকাশ্যে আসার পরই প্রকৃতির ক্ষতি এবং স্বজনপোষণের অভিযোগ তুলে আজ, মঙ্গলবার সকালে রবীন্দ্র সরোবরের ১২ নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। সেখানে উপস্থিত ছিলেন বহু প্রাতঃভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে যেমন লেকের ভিতরে নির্মাণকাজ চলছে ঠিক তেমনই দোল–হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। দোল উপলক্ষ্যে ১৪ এবং ১৫ মার্চ আমজনতার জন্য বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর। কিন্তু কয়েকটি ক্লাবের জন্য খোলা থাকবে বলে অভিযোগ উঠেছে। যা নিয়ে এখন সরগরম সরোবর এলাকা।জানা গিয়েছে, ইতিমধ্যেই গোটা বিষয়টা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কমিশনারের কাছে মেল করা হয়েছে। তবে প্রশাসনের তরফে এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। উল্লেখ্য, পরিবেশ রক্ষায় প্রতিবছরই ছট উপলক্ষ্যে সরোবর বন্ধ করে দেওয়া হয় আমজনতার জন্য। মোতায়েন করা হয় পুলিশও। এবছর দোলেও আমজনতার জন্য রবীন্দ্র সরোবরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই মাঝে ক্লাব অনুমতি পাওয়ায় নানারকম প্রশ্ন উঠতে শুরু করেছে |
Hindustan TV Bangla Bengali News Portal