Breaking News

চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া,দাউদাউ করে জ্বলল আগুন,আহত শিশু-সহ ৮!

প্রসেনজিৎ ধর :-চা বাগানের জমি দখল ঘিরে রণক্ষেত্র চোপড়া। চোপড়ার চেতনাগাছে সংঘর্ষ দেখা দিয়েছে, তাতে শিশু-সহ আটজনের আহত হওয়ার খবর মিলছে। জানা গিয়েছে, আট বিঘা জমিকে ঘিরে বিবাদের সূচনা। এক পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরেই একটি পরিবারের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদ চলছিল। মঙ্গলবার সেই বিবাদ হিংসাত্মক আকার ধারণ করে। পরিস্থিতি আয়ত্তে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে এখনও থমথমে এলাকা। মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।মঙ্গলবার সকালে রণক্ষেত্রের আকার ধারণ করে চেতনাগাছ। একটি আট বিঘা জমি নিয়ে বিবাদ বলে জানা গিয়েছে। মহম্মদ হাকিমুদ্দিন নামের এক ব্যক্তির দাবি, ওই জমি তাঁদের পরিবারের। কিন্তু জমি ছেড়ে দেওয়ার জন্য লাগাতার চাপ আসছিল তাঁদের উপর। সোমবার রাতেও একদল এসে হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। এর পর সকালে সরাসরি দুষ্কৃতীর দল গ্রামে ঢুকে তাঁদের উপর চড়াও হয় বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ১৫০-২০০ জনের একটি দল গ্রামে ঢুকে পড়ে। লাঠিসোটা, ছুরি, বোমা, বন্দুক নিয়ে তারা গ্রামে ঢোকে। আট বিঘা ওই জমি ট্র্যাক্টর দিয়ে চষতে শুরু করে তারা। সেই সময় হাকিমুদ্দিনের বাড়িতে কোনও পুরুষ সদস্য উপস্থিত ছিলেন না। ট্র্যাক্টর দিয়ে জমা চষা হচ্ছে দেখে মহিলারাই ছুটে যান। জমি চষায় বাধা দিতে গেলে, লাঠিসোটা নিয়ে তাঁদের উপর দুষ্কৃতীরা চড়াও হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, মহিলা এবং শিশুদের উপর চড়াও হয় দুষ্কৃতীর দল। শিশু এবং মহিলা মিলিয়ে আট জন আহত হয়েছেন। ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং চোপড়া চোপড়ার স্থানীয় লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে আহতের। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশের একটি দল। এখনও পর্যন্ত কেউ গ্রেফতার না হলেও, তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছে।অভিযোগকারী এবং অভিযুক্ত, দুই পক্ষই তৃণমূল করে। ঘটনার নেপথ্যে নেহাত জমি বিবাদ নাকি রয়েছে রাজনৈতিক কারণও, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *