Breaking News

ফের উত্তপ্ত যোগেশচন্দ্র চৌধুরী কলেজ!কলেজে গভর্নিং বোর্ডের বৈঠকে বিক্ষোভের মুখে মালা রায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বহিরাগত প্রবেশের অভিযোগে বুধবার উত্তেজনা ছড়ায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে । পড়ুয়াদের মধ্যে বচসা তো হয়ই, পরিচালন সমিতির বৈঠকে যাওয়া তৃণমূল সাংসদ মালা রায়কে কেন্দ্র করে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। তাঁদের মূল অভিযোগ ছিল, বারবার নির্দেশ অমান্য করে কলেজে বহিরাগতরা ঢুকছে। এই বিষয়ে মুখ খুলেছেন যোগেশের অধ্যক্ষ পঙ্কজ রায় |এবার সাংসদ মালা রায়কে ঘিরে বিক্ষোভ দেখালেন পড়ুয়াদের একাংশ। ‘বহিরাগত’ হিসেবে স্লোগানও চলে। শুধু তাই নয়, বুধবার বেলায় কলেজে আবির খেলা নিয়েও সাময়িক উত্তেজনা ছড়ায়।আইন কলেজ ও ডে কলেজের পড়ুয়াদের মধ্যে বিক্ষোভ শুরু হয় আবির খেলাকে ঘিরে। বহিরাগতরা ফের কলেজের মধ্যে ঢুকে পড়েছে। সেই অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে কলেজ চত্বরে পুলিশ যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। দফায় দফায় চলে বিক্ষোভ। অভিযোগ, পড়ুয়াদের একটা অংশ তারপরও আবির খেলা চালিয়ে যান। কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে বিষয়টি নিয়ে মুখে কুলুপ দেওয়া হয়েছে।পড়ুয়াদের অভিযোগ, বহিরাগতরা এখনও কলেজের মধ্যে ঢুকছে। অবাধ যাতায়াত করছেন তাঁরা। এই নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের দুই পক্ষের মধ্যেই কার্যত বিবাদ দেখা দেয়। বিষয়টি নিয়ে পঙ্কজ রায় প্রথমেই ক্ষমা চেয়ে নেন। তাঁর বক্তব্য, ”যারা এসেছিল তারা গন্ডগোল করার জন্যই এসেছিল। মহিলা, সাংবাদিকদের সঙ্গে যে আচরণ করা হয়েছে বলে শুনেছি তার তীব্র নিন্দা করছি আমি। এটা কোনও ভাবেই মানা যায় না। আসলে সমাজে যা ঘটছে তার প্রতিফলন ঘটছে এখানে।” এই ঘটনার পর তড়িঘড়ি যোগেশচন্দ্র কলেজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১৫ তারিখ পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। তা খুলবে ১৭ তারিখ, সোমবার। আর কলেজে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মী এবং ছাত্র-ছাত্রীদের আইডি কার্ড নিয়ে আসতে বলা হয়েছে। তা না থাকলে তাঁদের ঢুকতে দেওয়া হবে না। কারও কাছে একান্তই না থাকলে কর্তৃপক্ষর থেকে লিখিত অনুমতি আনতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *