দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কলকাতায় ভুয়ো কল সেন্টার খুলে প্রতারণা। ট্যাংরা এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। তাদের বিরুদ্ধে লক্ষ-লক্ষ টাকা লুটের অভিযোগ রয়েছে।ট্যাংরার ১০ নম্বর ডিসি দে রায় রোডের ধারে এক আবাসনে হানা দিয়ে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করল কলকাতা পুলিশ। চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের থেকে লক্ষাধিক টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, মাইক্রোফোন-সহ হেডফোন উদ্ধার করা হয়েছে।অভিযুক্তরা প্রথমে নিজেদের নামী সংস্থার নাম নিয়ে ফোন করে সেই সংস্থার কর্মী বলে পরিচয় দিতেন। কম্পিউটারের সমস্যা ঠিক করার নামে প্রতারিত ব্যক্তিদের বিশ্বাস অর্জন করতেন। তারপরই কম্পিউটারের বিভিন্ন তথ্য হাতিয়ে, সার্ভিসের নামে টাকা চাইতেন বলে অভিযোগ। তারপর প্রতারিত ব্যক্তির ব্যক্তিগত ও অর্থনৈতিক তথ্য ব্যবহার করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। এক বিদেশি নাগরিক এই চক্রে পা দিয়ে ভারতীয় মূল্যের প্রায় ৯ লক্ষ টাকা খুইয়েছেন।যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা হল – ইয়াসির ইকবাল (৫২), রায়ান ইকবাল (২২), অনুভব শ (২৯), সাইন মহম্মদ (৩২) এবং কার্ট মান্সহারামানি (৩১)। তাদের থেকে একটি রাউটার, একটি হার্ড ডিস্ক, পাঁচটি মোবাইল ফোন, দুটি হেড ফোন এবং মাইক্রোফোন উদ্ধার হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও প্রযুক্তি আইনের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার তাদের নিজেদের হেফাজতে চেয়ে আদালতে পেশ করা হয়েছে। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তদন্ত শুরু করেছে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal