দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কদিন আগে রাজ্যের শিক্ষামন্ত্রীর উপর হামলা হয়। আবার এক ছাত্রও শিক্ষামন্ত্রীর গাড়িতে আঘাত পায় বলে অভিযোগ। এই নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে গিয়েছিল। আর তাই এবার এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি তৈরি করার প্রস্তাব দেওয়া হল। লালবাজার থেকে চিঠি এবার এসে গেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দুয়ারে। মঙ্গলবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে পরিষ্কার করে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। এমনকী এক সপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানাতে বলা হয়েছে |চলতি মাসের প্রথমে ওয়েবকুপার বার্ষিক সভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে যাদবপুর ক্যাম্পাসে নজিরবিহীন অশান্তি তৈরি হয়। ছাত্র সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবিতে বাম, অতি বাম ছাত্র সংগঠনের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। শিক্ষামন্ত্রীকে বেরতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ ওঠে। পালটা শিক্ষামন্ত্রীকে হেনস্তার অভিযোগ তুলে সরব হন টিএমসিপি সদস্যরাও। সবমিলিয়ে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আক্রান্ত হন উপাচার্য, অধ্যাপকরাও। এরই মাঝে অভিযোগ ওঠে, ছাত্রদের ঘেরাওয়ের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যেতে চাইলে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় আহত হন এক ছাত্র।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে এই মর্মে চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে পরিষ্কার করে পুলিশ আউটপোস্ট বা ফাঁড়ি তৈরির করার কথা উল্লেখ করা হয়েছে। এমনকী একসপ্তাহের মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মতামত জানাতে বলা হয়েছে। সুতরাং এখন যা পরিস্থিতি তাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মতি দিলেই গড়ে উঠবে আউটপোস্ট। আউটপোস্টের অর্থ, যেখানে ২৪ ঘণ্টা পুলিশ থাকে |এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী রেজিস্ট্রার ডঃ ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ”আমরা কলকাতা পুলিশের একটি মেল পেয়েছি। তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আউটপোস্ট করার জন্য জায়গা চেয়েছে। এখন বিষয়টি নিয়ে সবপক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। আপাতত এনিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। আমিও এর চেয়ে বেশি কিছু জানি না।” এখন প্রশ্ন, শিক্ষা প্রতিষ্ঠানের নজরদারিতে এবার কি সত্যিই পুলিশকে দেখা যাবে?
Hindustan TV Bangla Bengali News Portal