প্রসেনজিৎ ধর, কলকাতা :-পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে অনুমতি দিল কেন্দ্রীয় সরকার। সাত দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা মমতার। আগামী ২২ মার্চ তিনি রওনা দেবেন। এই সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র। বুধবার দুপুরে তা নবান্নকে জানানো হয়েছে।সূত্রের খবর, আগামী ২১শে মার্চ লন্ডন সফরের জন্য রওনা দিতে পারেন বাংলার মুখ্য়মন্ত্রী। ২৯শে মার্চ তিনি ফিরবেন কলকাতায়। তার মধ্য়ে একাধিক কর্মসূচি তাঁর রয়েছে বিদেশের মাটিতে। সাতদিনের একের পর এক কর্মসূচি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলার নানা দিক তিনি তুলে ধরবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানকার ছাত্রছাত্রী, শিক্ষক, গবেষকদের সামনে তিনি বাংলার সংস্কৃতি, সরকারের নানা উন্নয়ন প্রকল্প, বাংলার পর্যটনের নানা দিক তুলে ধরবেন। সেই সঙ্গেই দেশে বিদেশে সমাদর পেয়েছে মুখ্য়মন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্য়াশ্রী। সেই প্রকল্পকেও তিনি তুলে ধরবেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে।লন্ডনে একটি শিল্পবৈঠকেও যোগ দেবেন মমতা। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ, শিল্প নিয়ে সরকারের নীতি বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তাঁর উদ্দেশ্য। লন্ডন সফরের মূল লক্ষ্যও এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর উপর জোর দিতে পারেন মমতা। আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে সেই সবুজ সঙ্কেতই এল নবান্নে।ফেব্রুয়ারি মাসেই বাংলায় দু’দিনব্যাপী বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়। শিল্পমহলের মতে, সেই সম্মেলন যথেষ্ট সফল হয়েছে। এ বার তার সাফল্যগুলি লন্ডনের শিল্পবৈঠকে মমতা তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যে শিল্প বিনিয়োগে জোর দিতে চাইছেন তিনি |
