দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দোলের দিন রবীন্দ্র সরোবরে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয় । লেকের ভিতরে স্থানীয় ক্লাবের ব্যবস্থাপনায় বসন্ত উৎসব পালন ঘিরে তৈরি হল বিতর্ক। পরিবেশপ্রেমী ও প্রাতর্ভ্রমণকারীদের একাংশের অভিযোগ, দোল ও হোলি উপলক্ষে শুক্র ও শনিবার সাধারণের জন্য বন্ধ থাকলেও, নিয়ম ভেঙে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি নামে একটি ক্লাব রবীন্দ্র সরোবরের ভিতরে অনুষ্ঠানের আয়োজন করেছে। এই নিয়ে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব করা হয়েছে বলে দাবি করে আয়োজক সংস্থা ILLS|
জানা গিয়েছে, এই অভিযোগ তুলে লেকের গেটের মুখে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বচসা বাধে রবীন্দ্র সরোবরে যারা প্রাতঃ ভ্রমণ করতে আসেন তাঁদের সঙ্গে । কেএমডিএ- এর তরফে অনুমতি নিয়েই সরোবরের ভিতরে বসন্ত উৎসব করা হয়েছে বলে দাবি করে আয়োজক সংস্থা। রবীন্দ্র সরোবরে যারা মর্নিং ওয়ার্ক করতে আসেন তাদের দাবি, তারা যদি ভেতরে প্রবেশ করতে না পারেন তাহলে কীভাবে রবীন্দ্রনাথ সরোবরের ভিতরে বসন্ত উৎসবের আয়োজন করা হল। কোর্ট অর্ডার ও KMDA-এর শর্তকে বুড়ো আঙুল দেখিয়ে সকালে একটি ক্লাবের অনুষ্ঠানের জন্য ভিতরে কিছু ইন্সট্রুমেন্টের গাড়ি ঢুকেছে,এমন টাই অভিযোগ । সরোবর চত্বরে উত্তেজনার পরিবেশ তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় থানার পুলিশ সহ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক, যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রবীন্দ্র সরোবর লেক এলাকায়।
Hindustan TV Bangla Bengali News Portal