Breaking News

‘রাম নবমীতে ১ কোটি হিন্দু রাস্তায় থাকবে’, হুঙ্কার শুভেন্দু অধিকারীর!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :-এবার রামনবমীকে পাখির চোখ করে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির । দোলেই বড় হুঙ্কার দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ বললেন, রাম নবমীতে ২০০০ মিছিল হবে। ১ কোটি হিন্দু রাস্তায় থাকবেন। কোনও অনুমতি নেবেন না। বিধানসভার পর এবার ফের ধর্মীয় ইস্যুতে সরব শুভেন্দু অধিকারী। রামনবমীতে এক কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর ডাক, ‘এবার গোটা বাংলায় এমনভাবে রামনবমী পালন করতে হবে। যাতে হিন্দু বিরোধী শক্তিদের মুখের উপর জবাব দেওয়া যায়, ভাল করে রামনবমী পালন করুন, আমিও থাকব মাঠে’। শুভেন্দু অধিকারী বলেছেন, ‘গতবার ৫০ লক্ষ হিন্দু নেমেছিল, এক হাজার মিছিল হয়েছিল। এবার ২ হাজার মিছিল হবে, এক কোটি হিন্দু রাস্তায় থাকবে । কোনও অনুমতি নেবেন না। হিন্দু তার উৎসব করবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার’ |বলে রাখি, গত কয়েক বছরে বার বার রাজ্যে আক্রমণ হয়েছে রামনবমীর মিছিলে। যার বেশ কয়েকটির তদন্তভার গিয়েছে NIAর হাতে। হাওড়ার পিএম বস্তি, রিষড়া, ডালখোলায় রামনবমীর মিছিলের ওপর হামলা নিয়ে রাজনৈতিক তরজা চরমে পৌঁছেছে। এমনকী গত বছর আদালতের অনুমতি নিয়ে মিছিল করতে হয়েছে বহু জায়গায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে ততই তীব্রতা বাড়বে এই সংঘাতের। তবে শুভেন্দুর বক্তব্যকে বেশি গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *