Breaking News

দোলে রক্তাক্ত টিটাগড়!তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ যুবককে ছুরির কোপ,ঘটনায় গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- দোল উৎসবের আনন্দের মাঝে রক্তাক্ত হল উত্তর ২৪ পরগনার টিটাগড়। তৃণমূল নেতা ঘনিষ্ঠ যুবক আকাশ যাদব ওরফে অমরকে রং খেলার নামে ডেকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, তবে বাকিরা এখনও পলাতক। ঘটনাটি ঘটেছে খড়দহ পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আকাশকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। আহত অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে খড়দহের ১৩ নং ওয়ার্ড এলাকার অন্তর্গত টিটাগড়ের জয়শ্রী কেমিক্যালসের সামনে চলছিল দোল খেলা। তার মাঝে আকাশকে রং খেলার জন্য ডেকে আনে কেউ বা কারা। তিনি সেখানে পৌঁছতেই রং মাখা কয়েকজন যুবক ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। রাস্তায় লুটিয়ে পড়েন আকাশ। তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। দোলের আনন্দের মাঝে এমন নৃশংস হত্যাকাণ্ডে নিমেষে শোকের ছায়া এলাকায়। বারাকপুর পুলিশের তরফে ডিসি, সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। তিনি জানান, ”আমরা আধঘণ্টা আগে খবর পাই, খড়দহ পুরসভা এলাকার ১৩ নং ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে। দু-তিনজন মিলে একজনকে কুপিয়ে দিয়েছে। আমরা সঙ্গে সঙ্গে এখানে আসি। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে বাঁচানো যায়নি। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে |তদন্ত শুরু করেছি |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *