প্রসেনজিৎ ধর :- শুরু হল বাম-কংগ্রেস জোটের ব্রিগেড সমাবেশ| সঙ্গে রয়েছে পীরজাদা আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট | ভোটের বাংলায় হাইভোল্টেজ ব্রিগেডের দিকেই সকলের নজর | লোকের জমায়েত হতে পারে? বামেদের দাবি, ব্রিগেডে ‘ঐতিহাসিক’ এই সমাবেশে আসবেন দশ লক্ষেরও বেশি মানুষ | তার আগে রবিবার সকাল থেকেই ব্রিগেড সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাম কর্মী সমর্থক ও কংগ্রেস কর্মী সমর্থকরা ব্রিগেডমুখী হয়েছেন | বাংলার রাজনৈতিক ইতিহাসে এই প্রথম যৌথ ব্রিগেডে থাকছে বাম-কংগ্রেস | মঞ্চে উপস্থিত রয়েছেন সীতারাম ইয়েচুরি, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রয়েছেন রবীন দেব,প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নানরা|রবিবারের ব্রিগেডে সশরীরে আসতে পারছেন না বুদ্ধদেব ভট্টাচার্য | তবে আগের দিনই দলীয় কর্ম-সমর্থকদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি | বুদ্ধবাবুর ‘মানসিক যন্ত্রণা’র কথা ফুটে উঠেছে সেই বার্তায় | অন্য বছর বামেদের ব্রিগেডে উড়ত শুধুই লাল ঝান্ডা | কিন্তু এবার তাতে হাতের থাবা |সিপিএম-কংগ্রেস জোটের সঙ্গী আবার আব্বাস সিদ্দিকির আইএসএফও | একুশের বিধানসভা ভোটের আগে তিন দলের তরফে কী বার্তা উঠে আসে, সেটাই এখন দেখবার বিষয় |