Breaking News

নওসাদের সঙ্গে বৈঠকের এক সপ্তাহের মাথায় ফুরফুরা শরিফ যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-গত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওসাদ সিদ্দিকি | বৈঠকের এক সপ্তাহের মাথায় ফুরফুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ১৭ মার্চ অর্থাৎ সোমবার তিনি ফুরফুরা শরিফে যেতে পারেন বলে খবর মিলেছে। সেখানে তিনি ত্বহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। সেখানেও এলাকার উন্নয়ন নিয়ে কথা হতে পারে। গত সোমবার বিকেলে আচমকাই নবান্নে উপস্থিত হতে দেখা গিয়েছিল ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। প্রায় ২০ মিনিট ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। শোনা গিয়েছে, বিধানসভা অধিবেশন চলাকালীনই তহবিল সংক্রান্ত সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর অভিযোগ, প্রশাসনিক জটিলতার কারণে আড়াই বছর ধরে বিধায়ক তহবিলের টাকা ঠিকমতো খরচ করতে পারছেন না তিনি। একাধিকবার প্রশাসনের বিভিন্ন স্তরে জানিয়েও নাকি কাজ হয়নি। তারপরই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। বৈঠকের পর নওশাদ জানান, তাঁকে সাহায্যের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।সেদিন তিনি বলেছিলন, “বিধানসভাতেও এই বিষয়টি তুলেছিলাম যে এমএলএ ল্যাডের টাকা পঞ্চায়েত সমিতি খরচ করছে না। ফেলে রাখছে। তাতে সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে।”
নওসাদ আরও বলেছিলেন, “তিনি মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মেই অভিযোগ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছেন, ব্যাপারটা তিনি দেখবেন। পঞ্চায়েত সমিতি অবশ্যই বিধায়কের প্রস্তাব মতো এমএলএ ল্যাডের টাকা খরচ করবে।” সেই বৈঠকের এক সপ্তাহের মাথায় মমতার ফুরফুরা যাওয়ার সিদ্ধান্তে আবারও আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *