Breaking News

থানার ভিতরেই লেডি অফিসারের পোশাক খোলার চেষ্টা?নিউটাউনের ঘটনায় গ্রেফতার ২ মদ্যপ

প্রসেনজিৎ ধর, কলকাতা :-নিউটাউন থানায় মহিলা সাব ইন্সপেক্টরকে ধাক্কাধাক্কি এবং শীলতাহানির অভিযোগের গ্রেফতার ২। মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। গ্রেফতার করল নিউটাউন থানার পুলিস। শনিবার ধৃতদের বারাসাত কোর্টে তোলা হয় |দোলের সন্ধ্যায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন দুই যুবক। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই যুবক সল্টলেকের অফিস পাড়া সেক্টর ফাইভের দিক থেকে গাড়ি চালিয়ে আসছিলেন। তাঁরা যাচ্ছিলেন নিউ টাউনের দিকে। সূত্রের দাবি, তাঁদের ওই গাড়ির গতি ছিল অত্যন্ত বেশি। এই অবস্থায় বেশ কিছুটা এলোপাথাড়িভাবে এগিয়ে যাওয়ার পর ওই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে নিউ টাউনের বলাকা আবাসনের কাছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সটান রাস্তার মাঝখানে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাড়িতে সওয়ার দুই যুবকের সঙ্গে কথা বলেই বোঝা যায়, তাঁরা তখন প্রকৃতিস্থ নেই। দু’জনই মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। সম্ভবত, মত্ত থাকাতেই গাড়ির গতি বেপরোয়াভাবে বাড়িয়ে দিয়েছিলেন তাঁরা। তাছাড়া, গাড়ির উপর চালকের কোনও নিয়ন্ত্রণও ছিল না।দুই যুবককে পুলিশ আটক করে এবং নিউ টাউন থানায় ধরে নিয়ে আসে। অভিযোগ হল, এই ঘটনায় ওই দুই যুবক আরও ক্ষেপে যান। থানায় ঢুকে আরও বেপরোয়া হয়ে ওঠেন তাঁরা। সেই সময় থানায় একজন মহিলা পুলিশ ইন্সপেক্টর কর্তব্যরত ছিলেন। আটক দুই যুবকের নজর পড়ে ওই মহিলা পুলিশ আধিকারিকের উপর! অভিযোগ, তাঁরা থানার মধ্যেই ওই লেডি অফিসারের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। তাঁর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ |তাঁকে অবাঞ্ছিতভাবে স্পর্শ করেন এবং তাঁর পরনের পোশাক পর্যন্ত খোলার চেষ্টা করেন |সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন বাকি পুলিশকর্মী ও আধিকারিকরা। এরপরই ওই দুই মত্ত যুবককে গ্রেফতার করা হয়।থানার ভিতর ঢুকে এভাবে মহিলা পুলিশের শ্লীলতাহানির মতো দুঃসাহসিক কাজ করা যুবক আসলে কারা, কী তাদের পরিচয়, তা জানার চেষ্টায় তদন্তকারীরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *