দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-‘ভূতুড়ে’ ভোটার ধরতে বিভিন্ন স্তরে কমিটি গঠনের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কংগ্রেস নেতা-নেত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক নির্দেশ দিয়েছেন, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় যাতে একজনও ‘ভূতুড়ে’ ভোটার না থাকেন, তা নিশ্চিত করতে হবে তৃণমূল নেতা-কর্মীদের। ভোটার তালিকা যাতে ভালোভাবে খতিয়ে দেখা হয়, সেজন্য জেলাভিত্তিক কমিটি গঠন করতে হবে। শনিবার ক্যামাক স্ট্রিটের পার্টি অফিসে ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বৈঠকের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যজুড়ে দলের প্রায় সর্বস্তরের নেতানেত্রীকে সেই বৈঠকে ভার্চুয়ালি যোগদান করার নির্দেশ দেওয়া হয়। সেইমতো এদিন নির্দিষ্ট সময়ে ভোটার তালিকায় ‘ভূত’ খুঁজতে শুরু হয় বৈঠক। বিকেল সাড়ে চারটে নাগাদ একসঙ্গে বৈঠকে যোগ দিতে হাজির হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি।এদিন শুরুতেই ইলেক্টোরাল রোল সুপারভাইজার পদ তৈরির কথা ঘোষণা করলেন তিনি। তাঁর কথায়, “কংগ্রেস, এনসিপি, শিবসেনা এই ভুল মহারাষ্ট্রে করেছে বলে কারচুপি করে ভোটার তালিকা জাল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জালিয়াতিটা ধরেছেন। পশ্চিমবঙ্গ কিন্তু উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র নয়। ভেবেছে সেটা করে এখানে ভোট জাল করবে! সে গুড়ে বলি। এখানে পরপর সবাই যোগাযোগ রাখবে।”ভোটার তালিকা নিয়ে সকলকে সতর্ক করে অভিষেক বলেন, ”বাংলায় বিজেপির পরিকল্পনা হচ্ছে ২৫ লক্ষ ভোটারকে বাদ দিয়ে নতুন করে ২৫ লক্ষ ভোটারকে ঢোকানো। আমরা অ্যাডিশন-ডিলিশন চাইলে দেখাতে পারবে না।”এদিন জেলা স্তর, ব্লক স্তর, টাউন স্তর, পঞ্চায়েত স্তর, ওয়ার্ড স্তর, বুথ স্তর পর্যন্ত কমিটি তৈরির কথা বলা হয়| বাড়ি বাড়ি গিয়ে নথি পরীক্ষার কাজ চলবে। সন্দেহ হলেই নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মীকে তার তথ্য দিতে হবে। পঞ্চায়েত স্তরে এই কমিটির নাম হবে PERS (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার)। টাউন কমিটির নাম TERS (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার)।
Hindustan TV Bangla Bengali News Portal