প্রসেনজিৎ ধর, কলকাতা :-ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। মদের আসরে গাড়িচালকের হাতে খুন কিংবদন্তি ফুটবলারের পরিচারক। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অভিযুক্ত গাড়িচালক বরুণ ঘোষকে গ্রেফতার করেছে।প্রয়াত ফুটবলারের সল্টলেকের বাড়িতে বর্তমানে থাকেন তাঁর দুই মেয়ে। জানা গেছে, সল্টলেকের জিডি ব্লকে পিকে–র বাড়িতে দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সন্দেহভাজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিকের কন্যা পলা ঘটনা প্রসঙ্গে জানালেন, তিনি এই ঘটনায় শোকাহত। কিংবদন্তি ফুটবলার বেঁচে থাকাকালীন সল্টলেকের জিডি ব্লকের ২৭৩ নম্বর বাড়িতেই থাকতেন। তাঁর প্রয়াণের পর মেয়েরা থাকেন। তবে শুক্রবার ওই বাড়িতে নাকি কেউ ছিলেন না। সেই সুযোগে মদের আসর বসিয়েছিলেন পরিচারক গোপীনাথ প্রহরী এবং গাড়িচালক বরুণ ঘোষ। অভিযোগ, মদ খেতে খেতে বচসায় জড়িয়ে পড়ে তারা। ঝগড়াঝাটির ফাঁকে রান্নাঘরে চলে যায় বরুণ। সেখান থেকে একটি ধারালো ছুরি নিয়ে আসে। অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই পরিচারকের উপর ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে বরুণ। তাঁকে এলোপাথাড়ি কোপাতে থাকে।পুলিশ রক্তাক্ত অবস্থায় ওই পরিচারককে উদ্ধার করে। নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার পর কারা কারা এই গাড়ি করে হাসপাতালে নিয়ে যায়, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয় বলে পুলিশ সূত্রে খবর।মদের আসরে ঠিক কী নিয়ে অশান্তি হল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। গাড়িচালক এবং পরিচারকের মধ্যে পুরনো কোনও শত্রুতা ছিল কিনা, সেটিও তদন্তসাপেক্ষ বলেই মনে করছেন তদন্তকারীরা। ধৃতকে জেরা করে রহস্যের জট খুলতে পারে বলেই অনুমান পুলিশের।
Hindustan TV Bangla Bengali News Portal