Breaking News

অভিষেকের ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ডেড তৃণমূল নেতা শান্তনু সেন!চর্চা তৃণমূলের অন্দরে

প্রসেনজিৎ ধর, কলকাতা :-শনিবার মেগা ভার্চুয়াল মিটিং করেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দোপাধ্যায়। আর সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শান্তনু সেন। এই ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে |দল থেকে সাসপেন্ড হওয়া নেতা কীভাবে হাইভোল্টেজ বৈঠকে যোগ দিলেন, তা নিয়ে এখন তৃণমূলের অন্দরেই জোর চর্চা শুরু হয়েছে। তাঁকে কে বা কারা ভারচুয়াল বৈঠকের লিঙ্ক দিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
রাজনৈতিক মহলের মতে, শান্তনু সেনকে কার্যত আরজিকরের ঘটনায় দলকে অস্বস্তিতে ফেলে মন্তব্য করার জেরে সাসপেন্ড করা হয়েছিল। তবে দলের অন্দরে তিনি অভিষেকপন্থী বলেই পরিচিত। সূত্রের খবর, তৃণমূলের অন্দরে অভিষেকের গুরুত্ব ফের বাড়ছে। আর তারপরই শান্তনু সেনের সাসপেনশন তোলার ব্যাপারে তৎপরতা শুরু হয়েছে বলে খবর।এদিকে অভিষেকের মিটিংয়ের সাসপেন্ডেড নেতা শান্তনু সেন উপস্থিত থাকার খবরকে ঘিরে দলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। সূত্রের জানা গিয়েছে শান্তনু সেনের দাবি, দল থেকেই তাঁকে লিঙ্ক পাঠানো হয়েছিল। তারপরই তিনি অভিষেকের মিটিংয়ে উপস্থত ছিলেন। এবার প্রশ্ন সাসপেন্ড হওয়া নেতাকে লিঙ্ক পাঠালেন কে? তবে যিনি মিটিং ডেকেছিলেন তাঁর নির্দেশেই কি শান্তনুর কাছে মিটিংয়ের লিঙ্ক পাঠানো হয়েছিল?কিন্তু নানা মহলের প্রশ্ন শান্তনু সেনের সাসপেনশন তো এখনও ওঠেনি। সেক্ষেত্রে সাসপেন্ড থাকা অবস্থায় তিনি কীভাবে মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন? এনিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।এ প্রসঙ্গে দলের তরফে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, “এখনও সাসপেনশন ওঠেনি। তবে আমি লিংক পাঠাইনি। যাদের পাঠানোর কথা, তারাই পাঠিয়েছে। এর বেশি আমি কিছু জানি না।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *