Breaking News

হাসপাতাল থেকে ফিরেই ক্যাম্পাসে যাদবপুরের উপাচার্য করজোড়ে বললেন, ‘যাদবপুরে শান্তি ফিরে আসুক’!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাস্কর গুপ্ত। ছাড়া পেয়ে সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপস্থিত হন তিনি। সকাল থেকেই আধিকারিকদের সঙ্গে একের পর এক বৈঠক সারেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাবও দেন। জানান, প্রথম থেকেই তিনি ছাত্রভোটের পক্ষে। ছাত্র সংসদ নির্বাচনই ক্যাম্পাসে সুস্থ পরিবেশ ফেরাতে পারে বলে মত ভাস্কর গুপ্তের।ক’দিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনা ঘটে। আহত হন কয়েকজন পড়ুয়া। তারপরই বিক্ষোভ, প্রতিবাদে নামেন ছাত্ররা। উপাচার্যের সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চাপ দিতে থাকেন তাঁরা। তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। তাঁকে বাইপাসের ধারের এক বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন।চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রাম সেরে এদিন সকাল ১০টা ৫০ নাগাদ বিশ্ববিদ্যালয়ে ঢোকেন অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। প্রথমেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যেমন রেজিস্ট্রার, সহ-উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন তিনি। তারপরই গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় নেওয়া হয়নি সেগুলি পুনরায় নেওয়ার বিষয়ে কমিটির সঙ্গে আলোচনা করেন। তারপর গত কয়েকদিনে যে পরীক্ষাগুলি বিশ্ববিদ্যালয় নেওয়া হয়নি সেই পরীক্ষা পুনরায় নেওয়ার বিষয়ে পরীক্ষা কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রভোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে। সরকারকেও বিষয়টি বারংবার জানিয়েছি। আমরা সম্পূর্ণরূপে মনে করি যে ছাত্র ভোট হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনই একমাত্র সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে আমরা মনে করি।”বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস চত্বরে পুলিশ পোস্ট করতে চেয়ে কলকাতা পুলিশ চিঠি দিয়েছে কর্তৃপক্ষকে। এ প্রসঙ্গে এদিন ভাস্কর গুপ্ত বলেন, “আমাদের কাছে প্রস্তাব এসেছে ফাঁড়ি ও বারাক তৈরি করার জন্য। আমরা কর্মসমিতির বৈঠকে এ বিষয়টি উত্থাপন করব। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে আমাদের কাছে এতো জমি নেই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *