Breaking News

পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিনচিট কলকাতা হাইকোর্টের!নিম্ন আদালতে বিচারক নিয়োগে কাটল জট

দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- রাজ্যের বিচারক নিয়োগ মামলায় কেটে গেল জট| মঙ্গলবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আর সেখানেই পাবলিক সার্ভিস কমিশন সঠিক পদ্ধতি মেনেই পরীক্ষা নিয়েছে বলে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। দীর্ঘ সওয়াল জবাবের পর এই পর্যবেক্ষণই জানিয়ে দেওয়া হয়। করা হয়। আর এই পর্যবেক্ষণের ফলে রাজ্যের নানা আদালতে বিচারক নিয়োগে যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল সেসব প্রত্যাহার করে নেওয়া হয়। নিম্ন আদালতে বিচারক নিয়োগে আর কোনও সমস্যা রইল না। আর পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট।২০২২ সালে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতে বিচারক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেয়। তারপর নিয়োগ পরীক্ষা শুরু হয়। তবে ওই নিয়োগ প্রক্রিয়ায় সংরক্ষণ নীতি মানা হয়নি বলে অভিযোগ তুলে মামলা করেন এক ওবিসি পরীক্ষার্থী। বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের এজলাসে শুনানি হয়। সেপ্টেম্বর মাসে ওই নিয়োগ প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি। সেই থেকে ২৯জন বিচারকের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। মঙ্গলবার ফের শুনানি হয় মামলাটির। এদিন সব তথ্য প্রমাণ, এতদিনের সওয়াল জবাব শুনে বিচারপতি মুখোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিনচিট দেন। পিএসসি নিম্ন আদালতের বিচারক নিয়োগ পরীক্ষা সঠিক ভাবেই নিয়েছে বলে মন্তব্য করেছে আদালত। ফলে স্থগিতাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানায় আদালত। নিয়োগেও কোনও বাধা থাকছে না বলে মন্তব্য করেছেন বিচারপতি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *