Breaking News

শুভেন্দুকে ‘গো ব্যাক’ ও ‘চোর’ স্লোগান!গাড়িতে তৃণমূলের হামলার অভিযোগ, রাজ্যে রাষ্ট্রপতি শাসন চাইলেন শুভেন্দু অধিকারী

প্রসেনজিৎ ধর, কলকাতা :- শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র বারুইপুর পশ্চিমে। এদিন শুভেন্দুবাবুর কর্মসূচি স্থল থেকে কয়েক শ’ মিটার দূরে তৃণমূলকে সভা করার অনুমতি দেয় পুলিশ। আর সেই সভা থেকে বিজেপি কর্মী ও বিধায়কদের কালো পতাকা দেখানো ও প্ররোচনামূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। শুভেন্দুবাবু সভাস্থলে পৌঁছে রাজ্যে ফের রাষ্ট্রপতি শাসন জারির দাবি তোলেন |শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পদযাত্রা শুরুর আগে বারুইপুরে তীব্র উত্তেজনা। অভিযোগ, বিরোধী দলনেতাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো হয়। তাঁকে ‘গো ব্যাক’ এবং ‘চোর’ বলে কটাক্ষ করা হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলেই অভিযোগ গেরুয়া শিবিরের। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা।বিধানসভায় তাঁকে বলতে দেওয়া হচ্ছে না। এই অভিযোগে বুধবার বারুইপুরের বিজেপির মিছিল ও সভার ডাক দিয়েছিলেন শুভেন্দুবাবু। সভায় বিজেপির সমস্ত বিধায়ক হাজির থাকবেন বলে জানিয়েছিলেন তিনি। সেই মতো আয়োজনও করে বিজেপি। বুধবার সকালে জানা যায় বিজেপির সভা স্থল থেকে মেরে কেটে ১০০ মিটার দূরে তৃণমূলকে সভা করার অনুমতি দিয়েছে পুলিশ। বেলা বাড়তে রাসমেলা মাঠে আসতে শুরু করেন বিজেপি সমর্থকরা। ওদিকে রাস্তার পাশে কালো পতাকা, দলীয় পতাকা ও বিমান বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা। গাড়ি করে রাসমেলার মাঠের দিকে যাওয়ার সময় বিজেপি কর্মীদের ঝান্ডার ডান্ডা দিয়ে আঘাত করতে দেখা যায় তৃণমূলকর্মীদের। তবে রাস্তার ওই অংশ ব্যারিকেড করে ঘিরে রেখেছিল পুলিশ। ফলে সরাসরি সংঘর্ষে জড়ায়নি দুপক্ষ।বিকেল সাড়ে চারটে নাগাদ শুভেন্দুবাবু সভাস্থলে পৌঁছলে উত্তেজনা চরমে পৌঁছয়। অভিযোগ শুভেন্দুবাবুর গাড়িতে লাঠি দিয়ে আঘাত করতে থাকেন তৃণমূল সমর্থকরা। একাধিক প্ররোচনামূলক স্লোগান দিতে দেখা যায় তাঁদের। গাড়ি থেকে নেমে শুভেন্দুবাবু বলেন, আজ যে ভাবে আমার গাড়িতে লাঠি দিয়ে মারা হয়েছে তাতে গাড়ি না থাকলে আমার মাথা ফেটে যেত। কী ভাবে বিজেপির সভার ১০০ মিটারের মধ্যে তৃণমূলকে সভা করার অনুমতি দিল পুলিশ? আমি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানাচ্ছি। বাংলার গণতন্ত্র বাঁচাতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। পাশাপাশি তিনি বলেন, আগামী ২৭ মার্চ বারুইপুরের এসপি অফিস ঘেরাও করবে বিজেপি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *