দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- লন্ডন সফরের আগে প্রশাসনিক এবং রাজনৈতিক দায়িত্ব বণ্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানিয়ে দিলেন, তাঁর অনুপস্থিতিতে রাজ্যের কাজকর্ম দেখভালের জন্য দুটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । একদিকে প্রশাসনিক কাজের তদারকি করবেন সচিব এবং পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি একটি কমিটি, অন্যদিকে মন্ত্রীদের নিয়ে গঠিত একটি টাস্ক ফোর্স রাজ্যের বিভিন্ন বিষয়ে নজরদারি চালাবে । দলের দায়িত্বে থাকবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিনি লন্ডন সফরে থাকাকালীন রাজ্যে ‘কোনও ঘটনা ঘটলে বা কোনও নীতিগত সিদ্ধান্ত নেওয়ার হলে এই টাস্ক ফোর্স কো-অর্ডিনেট করবে। আমরা ২২ তারিখ যাচ্ছি। ২৪ তারিখ ওখানে ভারতীয় হাইকমিশনে অনুষ্ঠান, ২৫ তারিখ বাণিজ্য সম্মেলন, ২৬ তারিখ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, ২৭ তারিখ অক্সফোর্ডে ভাষণ দেওয়া, ২৮ তারিখ লন্ডন থেকে রওনা দিয়ে দেশে ফিরব। খুব সংক্ষিপ্ত সফর। ব্রিটেন তো আমাদের সঙ্গী, ওদের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত যোগ আছে। তাই আমন্ত্রণ পেয়ে যাচ্ছি। এটা সরকারের ব্যাপার।’ মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া সংশ্লিষ্ট টাস্ক ফোর্সে যে পাঁচজন মন্ত্রী রয়েছেন, তাঁরা হলেন – চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজিত বসু, অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম। এছাড়াও আমলাদের মধ্যে টাস্ক ফোর্সের সদস্য হয়েছেন – ভূমি দফতরের অতিরিক্ত মুখ্যসচিব বিবেক কুমার, অর্থসচিব প্রভাত মিশ্র, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। টাস্ক ফোর্সে পুলিশের দুই বড় কর্তাকেও রেখেছেন মমতা। এঁরা হলেন – রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা।রাজনৈতিক দিক সামলানোর জন্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন, “বাংলার সম্মান বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব । রাজ্যের স্বার্থেই বিদেশ সফরে যেতে হয় । ইংল্যান্ড ও বাংলার মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক মেলবন্ধন রয়েছে, সেই সম্পর্ক আরও মজবুত করাই আমাদের লক্ষ্য ।”
Hindustan TV Bangla Bengali News Portal