প্রসেনজিৎ ধর, কলকাতা :- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নয়ছয় নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির। দিনহাটা পুরসভা ও তার চেয়ারম্যানকে শোকজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ| প্রধান বিচারপতি মামলার পর্যবেক্ষণে আবাস যোজনার সুবিধা দিতে অতিরিক্ত যে টাকা নিয়েছে পুরসভা এবং টাকা না দিতে পারায় যেভাবে নাম দেওয়া হয়েছে প্রাথমিকভাবে সেটা বেআইনি।এজলাসে পুরসভার সাফাই, বেশিরভাগ পুরসভার ফান্ড নেই। তাই ওই টাকা চাওয়া হয়েছে নিকটবর্তী রাস্তা, খাল ইত্যাদি বানানোর জন্য। এরপর প্রধান বিচারপতি বলেন, “অডিট রিপোর্টে উল্লেখ, এভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে আদালতে কেন্দ্রের তরফে বলা হয়, “আবাস যোজনার টাকা রাস্তায় টাকায় কীভাবে পরিবর্তিত হতে পারে?”প্রধান বিচারপতি বলেন, “আবাসের টাকা দেওয়ার পরই যেভাবে উন্নয়ন খাতে পুরসভা ২০ হাজার টাকা করে তুলেছে। সেটা বেআইনি। রাজ্যের সংশ্লিষ্ট দফতর টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়ার পরেও কেন এখনও সেই টাকা ফেরত দেওয়া হয়নি?” হাইকোর্ট কেন পুরসভার বিরুদ্ধে পদক্ষেপ করবে না, সেই কারণ দর্শাতে হবে বলে জানান তিনি। পাশাপাশি তৎকালীন চেয়ারম্যানকেও জানাতে হবে কেন হাইকোর্ট তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে না।
Hindustan TV Bangla Bengali News Portal