প্রসেনজিৎ ধর,হুগলি :-প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন হুগলির শান্তনু বন্দ্যোপাধ্যায়। সিবিআই-এর বিশেষ আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন হল শান্তনুর। আগেই ইডি-র মামলায় জামিন পেয়েছেন তিনি। তারপরেও সিবিআইয়ের মামলায় জামিন না হওয়ায় জেলেই থাকতে হচ্ছিল তাঁকে। অবশেষে এবার শর্ত সাপেক্ষে তাঁর জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই কোর্ট।এর আগে তিনি একই মামলায় ইডির তরফেও জামিন পেয়েছিলেন। এই নিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় মোট ছ’জন অভিযুক্তকে মুক্তি দেওয়া হল। আদালতের এই রায় শুনে সংশোধনাগারের ভেতরেই আবেগপ্রবণ হয়ে পড়েন শান্তনু। কেঁদে ফেলেন সকলের সামনেই। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৩ সালে শান্তনুকে ইডি গ্রেফতার করেছিল। পরবর্তীতে এই মামলায় সিবিআইও তাঁকে নিজেদের হেফাজতে নেয়। দুর্নীতিতে নাম জড়ানোর পর তৃণমূল কংগ্রেস তাঁকে দল থেকে বহিষ্কার করে।১ লক্ষ টাকার (৫০ হাজার টাকা করে দুজন) সিউরিটি বন্ডে জামিন মকুব করেছে আদালত। তবে তাঁকে শর্ত দেওয়া হয়েছে আপাতত রাজ্যের চারটি জেলার বাইরে যেতে পারবেন না তিনি। একইসঙ্গে শর্ত রাখা হয়েছে, তদন্তকারী অফিসাররা তদন্তের স্বার্থে যখনই ডাকবেন হাজিরা দিতে হবে তাঁকে। পাশাপাশি মোবাইল নম্বর দিয়ে রাখতে হবে তদন্তকারী অফিসারকে। গত বছর ২৬ নভেম্বর ইডি মামলায় জামিন পান শান্তনু। কিন্তু তারপরেও এই সিবিআই মামলার জেরেই জেলের অন্ধকারেই কাটাতে হচ্ছিল তাঁকে। অবশেষে জেলমুক্ত হচ্ছেন শান্তনু। প্রসঙ্গত, সাত দফায় জিজ্ঞাসাবাদের পরে ২০২৩ সালের ১০ মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। তার আগে জানুয়ারি মাসে তাঁর বাড়ি ও বাংলোয় তল্লাশি চালান গোয়েন্দারা।প্রসঙ্গত, প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় শান্তনুর আগে জামিন পেয়েছেন নীলাদ্রি দাস, তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্র (অন্তর্বর্তী জামিনে মুক্ত)। ৭ মার্চ জামিন পান অয়ন শীলও, তবে পুর নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ায় তাঁর মুক্তি হয়নি। এবার শান্তনুর জামিনের ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
Hindustan TV Bangla Bengali News Portal