দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় সুপ্রিম কোর্টে পাল্টা হলফনামা দিতে চায় সিবিআই। ওই হলফনামা পেশের জন্য চার সপ্তাহ সময় চাইল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। তবে চার সপ্তাহের বদলে বৃহস্পতিবার সিবিআইকে দু’সপ্তাহ সময় দিয়েছে বিচারপতি সূর্যকান্তর ডিভিশন বেঞ্চ। দু’সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী খারিজ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। উচ্চ আদালত জামিনের আবেদন খারিজ করতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন সেই মামলার শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংহের ডিভিশন বেঞ্চে। শুনানি চলাকালীন বিচারপতিদ্বয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। জানতে চাওয়া হয় কেন জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়? এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ-সহ অন্যরা প্রায় সকলেই জামিনে মুক্ত।নিয়োগ দুর্নীতি মামলায় একে একে অন্যরা জামিন পেয়ে গেলেও দু’বছরের বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ওই মামলাতেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দু’সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।এদিকে আবারও অসুস্থ হয়ে পড়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের হাসপাতাল থেকে পার্থকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করে বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের জন্য আদালতে আবেদন জানিয়েছেন পার্থর আইনজীবী।
Hindustan TV Bangla Bengali News Portal