প্রসেনজিৎ ধর :-চা বাগানে উদ্ধার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের দেহ। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়া ব্লকের জয়ন্তিকা চা বাগানের ১৪ নম্বর সেকশনে। মৃত আধিকারিক নীলাঞ্জন ভদ্র (৪৫) আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ এলাকার বাসিন্দা।তিনি গত তিন বছরের বেশি সময় ধরে জয়ন্তিকা চা বাগানে কর্মরত ছিলেন। পুলিশের সন্দেহ, বৃহস্পতিবার বাইক নিয়ে আসার পথে কেউ বা কারা তাঁর ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তাঁকে খুন করেছে। ঘটনাস্থলেই তাঁর বাইকটি উদ্ধার করেছে পুলিশ। খুনের কারণ বিকেল পর্যন্ত জানা যায়নি। নকশালবাড়ির এসডিপিও নেহা জৈন নেতৃত্বে ঘটনার তদন্ত শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে চা বাগানে অন্য কর্তা ব্যক্তি এবং শ্রমিকদের। যদিও চা বাগানের শ্রমিকরা পুলিশকে জানিয়েছে, নীলাঞ্জনবাবু নির্বিবাদ এবং নম্র স্বভাবের ছিলেন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। তদন্তের জন্য জলপাইগুড়ি থেকে আনা হয়েছে ফরেন্সিক দল।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার দুপুরে চা বাগানের কাজ দেখতে বাইক নিয়ে বের হন নীলাঞ্জনবাবু। ওই সময় পিছন দিক থেকে তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায় দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় সিনিয়র ম্যানেজারের। বাগানের শ্রমিকরা রক্তাক্ত দেহ দেখে খবর দেয় বাগানের অফিসে। সেখান থেকে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে ছুটে যান চা বাগান কর্তৃপক্ষ ও পুলিশ আধিকারিকরা। এসডিপিও জানান, “এখনই কিছু বলা সম্ভব নয়। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।”
Hindustan TV Bangla Bengali News Portal