প্রসেনজিৎ ধর, কলকাতা :-হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় লেখা ‘অধিনায়ক অভিষেক’, নীচে ইংরেজিতে লেখা – হ্যাশট্যাগফ্যামফরটিএমসি অর্থাৎ তৃণমূলের সমর্থকরা।শুক্রবার সকাল থেকে অভিনব এই পোস্টারে ছেয়ে গিয়েছে দক্ষিণ কলকাতার বিভিন্ন রাস্তা। সমাজমাধ্যম এবং সংবাদমাধ্যমে যে ছবি সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, ‘তৃণমূল কংগ্রেসের সমর্থকদের পক্ষ থেকে’ দক্ষিণ কলকাতা জুড়ে এক বিশেষ ধরনের পোস্টার, ব্যানার ও পতাকায় ছেয়ে ফেলা হয়েছে।ছাব্বিশের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দোপাধ্যায়কেই ফের একবার ‘সেনাপতি’ করে ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। আর, এসবই যে দলের সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের সমর্থনেই হচ্ছে, সেটাও স্পষ্ট।জানা গিয়েছে, রবিবার ছাব্বিশের ভোটের জন্য তৃণমূলের সোশ্যাল মিডিয়া রণকৌশল তৈরিতে গাঙ্গুলিবাগান এলাকায় হবে এই বৈঠক। আর তার আগেই পোস্টার ও পতাকায় ছেয়ে গেল গোটা দক্ষিণ কলকাতা। পতাকায় ফুটে উঠল ‘অধিনায়ক অভিষেক’।
এই প্রসঙ্গে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য জানাচ্ছেন, ‘সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের যতগুলি সমর্থক গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম ফ্যাম। অধিনায়ক অভিষেক ওদেরই সংগঠনেরই একটি শাখা। তাই এই পতাকা।’তৃণমূলের তরফে অভিষেকের নেতৃত্বে যে নতুন ধরনের কৌশল গ্রহণ করা হচ্ছে, তা নির্বাচনী রাজনীতির পরিপ্রেক্ষিতে অনেক গুরুত্বপূর্ণ। সামাজিক মাধ্যমের মাধ্যমে ভোটের প্রচারণা চালানো, মানুষের কাছে পৌঁছানো এবং তৃণমূলের মূল বার্তা মানুষের কাছে পৌঁছানো, সবই অভিষেকের নেতৃত্বে পরিকল্পিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের জন্য তার নেতৃত্বের এই নতুন দৃষ্টিভঙ্গি কার্যকরী হতে পারে এবং আগামী নির্বাচনে তার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
Hindustan TV Bangla Bengali News Portal