Breaking News

‘এই ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে’,খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ!

নিজস্ব সংবাদদাতা :-রাস্তার উদ্বোধন করতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে মেজাজ হারালেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। মহিলাদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে বাপবাপান্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুক্রবার দুপুরে এ নিয়ে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে | শুক্রবার খড়গপুর শহরের ৬ নম্বর ওয়ার্ডে তাঁর সাংসদ থাকাকালীন তহবিলের টাকায় তৈরি রাস্তা উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ। তখনই স্থানীয় এক মহিলা দিলীপ ঘোষকে কটাক্ষ করেন। বিক্ষোভ দেখিয়ে বলেন, ‘যখন রাস্তার সমস্যা ছিল তখন কোথায় ছিলেন ?’ এই প্রশ্নেই মেজাজ হারান দিলীপ। পাল্টা বলেন, ‘কারও বাপের টাকায় করিনি রে। টাকা দিয়েছি।’ এরপরেই বিক্ষোভকারী ওই মহিলা বলেন, ‘আপনি বাপ তুলে কেন কথা বলছেন? আপনি এমপি হয়ে বাপ তুলে কথা বলতে পারেন ?’ এরপর মহিলারা দিলীপ ঘোষের গাড়ির সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। প্রাক্তন বিজেপি সাংসদ এই প্রসঙ্গে বলেন,”আমি টাকা দিয়েছি। আমি উদ্বোধন করব। কাউন্সিলর কেন আসেননি? এতদিন কেন রাস্তা হয়নি? সে প্রশ্ন করার হিম্মত নেই। এরা হচ্ছে সুবিধাভোগী। ৫০০ টাকা নিচ্ছে আর ঘেউ ঘেউ করছে।” আরও সুর চড়িয়ে বিজেপি সাংসদের হুঙ্কার, “দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে। যারা ঘেউ ঘেউ করবে তাদের বাপ তুলেই বলবে। হিম্মত হয় কীভাবে? ৫০০ টাকার চাকররা কিছু করতে দেয় না আর ঘেউ ঘেউ করে।” দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চাপানউতোর শুরু হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *