দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :-কেটে গিয়েছে দু’বছর। প্রথম বর্ষের এক পড়ুয়ার মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ উঠেছিল ব়্যাগিংয়ের। তারপর জল গড়িয়েছে অনেকদূর। তদন্ত কমিটি বসেছে, ক্যাম্পাসে লাগানো হয়েছে সিসিটিভি। কিন্তু এতকিছুর পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে ফের র্যাগিংয়ের অভিযোগ উঠল। অভিযোগ, চার ঘণ্টারও বেশি সময় ধরে ফিল্ম স্টাডিজের দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে ঘরে বন্দি করে শারীরিক ও মানসিক হেনস্থা করা হয়েছে। সঙ্গে তাঁর পরিবারকেও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি। ঘটনায় তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।সূত্রের দাবি, রেজিস্ট্রারে কোনও রকম ‘এন্ট্রি’ ছাড়াই ১৮ মার্চ বিকাল ৫টা নাগাদ মেন হস্টেলে যান ফিল্ম স্টাডিজ বিভাগের ওই ছাত্র। সেখানে ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রের সঙ্গে তাঁর বাদানুবাদ হয় বলেই দাবি। সূত্রের আরও দাবি, অভিযুক্ত ছাত্রকে ফেসবুকে একটি পোস্ট করতে বলা হয়। আর তা নিয়েই শুরু হয় বাকবিতণ্ডা। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে।অশান্তির পর স্নাতকোত্তর বিভাগের ওই ছাত্র মেন হস্টেলে হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন। এর সঙ্গেই উঠে এসেছে র্যাগিংয়ের তত্ত্বও। অভিযোগকারী পড়ুয়ার দাবি, তাঁর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যেই অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Hindustan TV Bangla Bengali News Portal