দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- শুক্রবার সকাল থেকে উজ্জ্বল হলুদ পতাকায় নীল কালিতে বাংলায় ‘অধিনায়ক অভিষেক’ লেখা পোস্টারে ছেয়ে গিয়েছিল যাদবপুরের বিস্তীর্ণ এলাকা। রাত ১০টার পর সামনে এল আরও একটি পোস্টার, হোর্ডিং। মমতা বন্দ্যেপাধ্যায়ের ছবি সম্বলিত সেই পোস্টারে লেখা, ‘সবার্ধিনায়িকা জয় হে’। এদিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশেই দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার। যেখানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার আছে ঠিক তার পাশেই লাগানো হয়েছে তৃণমূল সুপ্রিমোর পোস্টার। কিন্তু হঠাৎ এমন কেন করা হল? সূত্রের খবর, বাংলার মুখ্যমন্ত্রী লন্ডন সফরে যাচ্ছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সবটা দেখতে বলে গিয়েছেন তিনি। তাই পড়েছিল ‘অধিনায়ক অভিষেক’ পোস্টার। আর একবছর পর ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। তাতে মুখ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই। অর্থাৎ মমতা–অভিষেকের নেতৃত্বেই লড়াই হবে। তাই এবার তৃণমূলনেত্রীর পোস্টার পড়ল শহরে।শনিবারই সাত দিনের বিদেশ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে সমর্থকদের তরফে এই বার্তাও সামনে আনা হল যে, তৃণমূলে অভিষেক অধিনায়ক হলেও সবার উপরে সত্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়। যা থেকে মনে করা হচ্ছে, বিতর্ক এড়িয়ে ভারসাম্য বজায়ের জন্যই এই নয়া পোস্টার বলে মনে করছে রাজনৈতিক মহল |
Hindustan TV Bangla Bengali News Portal