Breaking News

৫ বছর পর পর্যটকদের জন্য খুলল বিশ্বভারতীর দরজা, সিদ্ধান্ত নতুন উপাচার্যের!

প্রসেনজিৎ ধর :-পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দরজা। অতি সম্প্রতি বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য পদে নিযুক্ত হয়েছেল প্রবীরকুমার ঘোষ। তারপরই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা আবহে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল।সম্প্রতি বিশ্বভারতীয় উপাচার্য হিসাবে এসেছেন প্রবীরকুমার ঘোষ। তারপরই এই সিদ্ধান্ত। সূত্রের খবর, করোনা পরিস্থিতিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছিল। একটা সময় পর্যটকদের জন্য বন্ধ হয়ে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের দরজা। এদিকে করোনা চলে গিয়েছে। কিন্তু এতদিন ধরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারতেন না পর্যটকরা। অবশেষে সেই নিয়মের বদল হচ্ছে।তবে করোনা পরিস্থিতির আগে বিশ্বভারতীয় ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল না। পর্যটকরা সেই ক্যাম্পাস দেখার জন্য়ও যেতেন। বিদ্যুৎ চক্রবর্তী যখন উপাচার্য ছিলেন তখন তিনিও বিশ্বভারতীর দরজা পর্যটকদের জন্য খুলে দেননি। এতদিন ধরে কেবলমাত্র বিশ্বভারতীর মিউজিয়ামে যেতে পারতেন পর্যটকরা। ক্যাম্পাসে তারা যেতে পারতেন না। তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কার্যত এই ক্যাম্পাসে পর্যটকদের প্রবেশের ব্যবস্থায় কোনও উদ্যোগ নেননি বলেই অভিযোগ। তবে এবার নতুন উপাচার্য আসার পরেই ফের মুক্ত বাতাস বিশ্বভারতীতে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *