নিজস্ব সংবাদদাতা :- বাম-কংগ্রেস-আইএসএফ এর ব্রিগেড সমাবেশের ঠিক আগে ভাঙড়ে দেখা দিল উত্তেজনা | জানা গেছে,রবিবার সকালে ভাঙড় থেকে কলকাতায় যাওয়ার পথে আব্বাস সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী, সমর্থকদের গাড়ি আটকানো নিয়ে বচসায় জড়ায় তৃণমূল এবং আইএসএফ | রবিবার সকালে একটি গাড়ি নিয়ে ব্রিগেড সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন আইএসএফ সদস্যরা| জানা গেছে,দুর্গাপুরের কাছে তাঁদের গাড়ি হঠাৎই আটকানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে | এমনকি দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ | উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন বলে খবর | তাঁদের চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় |আহতদের হাসপাতালে ভরতি করার পর আইএসএফের অন্যরা ফের ব্রিগেডের পথে এগিয়ে যান |ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে | যদিও সংঘর্ষ নিয়ে এখনও মুখ খোলেনি কোনও পক্ষই | থানায় কোনও অভিযোগও দায়ের হয়নি বলে জানা গেছে |