দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বৃহস্পতিবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি করতে পারবে বিজেপি। বুধবার শর্তসাপেক্ষে এই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট| বৃহস্পতিবার দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। এছাড়াও একাধিক শর্ত সাপেক্ষে বিক্ষোভ প্রতিবাদের অনুমতি মিলেছে।বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা এলাকায় মিছিল করতে গিয়ে আক্রান্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ ওঠে, তৃণমূল তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছে। গন্ডগোলের জেরে সেই মিছিল না করেই ফিরতে হয় শুভেন্দুকে। তারপরই ২৭ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পুলিশ সুপারের দফতর ঘেরাওয়ের ডাক দেয়। তবে পুলিশ সেই অনুমতি না দেওয়ায় হাইকোর্টে মামলা দায়ের করে গেরুয়া শিবির। সেই মামলার আজ শুনানি হয়। একাধিক শর্ত সাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে আদালত।আদালত জানিয়েছে, কর্মসূচিতে এক হাজারের বেশি লোক রাখা যাবে না। দুপুর ২টো থেকে ৫ টা পর্যন্ত ২৫টি মাইক নিয়ে কর্মসূচি করা যাবে। হাসপাতাল চত্বরের ৫০০ মিটারের মধ্যে মাইক বাজানো যাবে না।শুভেন্দুর অভিযোগ, বিধানসভায় অধিবেশনে স্পিকার পক্ষপাতমূলক আচরণ করেন। তাঁকে-সহ বিজেপি বিধায়কদের পদে পদে বাধা দেওয়া হয়। কথাও বলতে দেওয়া হয় না। উল্টে গত চার বছরে একাধিকবার সাসপেন্ড করেছেন। শুভেন্দুর কথায়, “স্পিকারের নিরপেক্ষ আচরণ করা উচিত। কিন্তু বিধানসভার ভেতরে গণতন্ত্রের কণ্ঠরোধে স্পিকারই বড় ভূমিকা পালন করে থাকেন। এটা বিমান বন্দ্যোপাধ্যায়ের এলাকার মানুষের জানা উচিত। সে কারণেই এই সমাবেশের ডাক।”
Hindustan TV Bangla Bengali News Portal