Breaking News

বেলেঘাটার বরফকলের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল বাহিনী,বিপদ এড়াতে সংলগ্ন রাস্তায় বন্ধ যানচলাচল

প্রসেনজিৎ ধর, কলকাতা :- বেলেঘাটার বরফকলের কাছে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে সেলস ট্যাক্স দফতরের কাছে রাস্তার ধারের এক দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও আবাসনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।
খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের দাবি, আগুনের পাশাপাশি একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়িয়েছে।বিপদ এড়াতে শিয়ালদহমুখী রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলেঘাটা থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে রাখা হয়। আতঙ্কিত বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ। এলাকাটি ঘিঞ্জি হওয়ায় স্বাভাবিকভাবে আতঙ্ক সৃষ্টি হয়। এদিকে কীভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট হয়নি। আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি দমকলের ইঞ্জিন এসেছিল। তবে পরে আগুনের ভয়াবহতা দেখে আরও তিনটি ইঞ্জিন ডেকে পাঠানো হয়। এলাকার সাধারণ মানুষ এবং পথচলতি মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে শিয়ালদহমুখী রাস্তার যান চলাচল। তবে প্রশ্ন উঠছে কী কারণে এই অগ্নিকাণ্ড? প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই হয়ত এই আগুন লাগার ঘটনা ঘটেছে। গোটা ঘটনায় এখনও অবধি কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *