নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- মোথাবাড়িতে সাম্প্রদায়িক অশান্তির জেরে বাংলাজুড়ে প্রতিবাদে সরব বিজেপি নেতৃত্ব। শনিবার দুপুরে এই বিক্ষোভ মিছিলকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে ভিআইপি রোডে দমদম পার্ক-কেষ্টপুর সংলগ্ন এলাকায়। আসলে এদিন লেকটাউন থেকে মিছিল শুরু করেছিলেন বিজেপির নেতা কর্মীরা। দমদম পার্কে পুলিশ সেই মিছিলে বাধা দেয় পুলিশ। তবে সেই বাধা উপেক্ষা করেই এগোতে থাকেন বিক্ষোভকারীরা। এরপর কেষ্টপুর ঢোকার আগে ফের তাঁদের বাধা দেওয়া হয়। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে বিজেপির কর্মী সমর্থকদের।দমদম পার্ক এলাকায় পৌঁছনোর সময় মিছিলে বাধা দেয় পুলিশ। অভিযোগ, বাধা উপেক্ষা করে এগনোর চেষ্টা করেন মিছিলকারীরা। বাধা দেওয়ার ফলে পুলিশের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মী-সমর্থকদের।মিছিলকারীদের একাংশের দাবি, মহিলা কর্মীদের বাধা দেওয়ার জন্য মহিলা পুলিশকর্মী ছিলেন না।এই ঘটনায় উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা। দমদম পার্ক এলাকায় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। তার ফলে ভিআইপি রোড অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়। আটকে পড়ে গাড়ি, বাস। চরম ভোগান্তির শিকার হন যাতায়াতকারীরা। ওই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করে পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal