প্রসেনজিৎ ধর:-এইচআইভি আক্রান্ত দম্পতি, শিশুকে স্কুলে ঢুকতে বাধা |আরামবাগে অমানবিক ছবি। স্কুলে যেতে পারছে না দ্বিতীয় শ্রেণির ছাত্র, পুরো পরিবারকে বয়কট! ‘স্কুল পরিচালন সমিতি ও গ্রামবাসীদের বাধায় ওই ছাত্রকে স্কুলে আসতে বারণ করা হয়েছে’,ঘটনার কথা স্বীকার আরামবাগের স্কুলের প্রধান শিক্ষিকার। মাসখানেক আগে এইচআইভি আক্রান্ত হন গ্রামের এক দম্পতি। পরিবার ও তাঁদের আত্মীয়দের বয়কট গ্রামবাসীদের একাংশের।যদিও স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, তিনি পড়ুয়াকে স্কুলে আসতে বারণ করেননি। কিন্তু বাকি পড়ুয়াদের অভিভাবক ও স্কুল পরিচালন সমিতির চাপে পড়ুয়াকে স্কুলে ফেরাতে পারছেন না। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন তিনি। গ্রামবাসীদেরও বোঝানো হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আরামবাগের গোঘাট থানার বেঙ্গাই পঞ্চায়েতের একটি গ্রামের এক পরিবারের দুই সদস্য এইচআইভি পজিটিভ। সেই খবর গ্রামে ছড়িয়ে পড়ে। ওই পরিবরাও বিষয়টিকে অস্বীকার করেনি। কিন্তু তাতেই বাঁধে বিপত্তি! পরিবারকে সামাজিক বয়কটের পাশাপাশি, বাড়ির খুদে সদস্যের স্কুলে ঢোকা ও পঠন-পাঠন বন্ধ হয়ে যায়। এই ঘটনা নিয়ে স্কুল, স্বাস্থ্যদপ্তর ও প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলেই দাবি পরিবারের। এমনকী আক্রান্ত পরিবারের পাশাপাশি তাঁর কাকা, ভাই-সহ পাঁচটি পরিবারের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন গ্রামের মানুষ।পরিবারের এক সদস্য বলেন, “আমাদের পরিবারের দুই সদস্যের চিকিৎসা চলছে। পরিবারের ছোট সন্তানকে স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না। ও পঠন-পাঠন থেকে বঞ্চিত। স্কুল প্রশাসন-সহ স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে কোনও সমাধান হয়নি। এদিকে আমাদের ও আত্মীয়দের গ্রামবাসীরা সামাজিক বয়কট করছে। বিভিন্নভাবে বাধা প্রাপ্ত হচ্ছি।”
