প্রসেনজিৎ ধর, কলকাতা :- বাগুইআটি দেশবন্ধুনগরে অভিজাত আবাসনের ফ্ল্যাট থেকে পানশালার নর্তকীর দেহ উদ্ধার। জন্মদিনের পরদিন সকালে উদ্ধার মনীষা রায়ের দেহ। ফ্ল্যাট থেকেই মৃতার পুরুষ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।ঠিক কী ঘটেছিল সোমবার রাতে? কীভাবে মৃত্যু হল তরুণীর? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।জানা গিয়েছে, বাগুইআটি দেশবন্ধুনগরের বাসিন্দা মনীষা রায়। গতকাল, সোমবার জন্মদিন ছিল তাঁর। জানা যাচ্ছে, তরুণীর বন্ধু অন্তর্যামী সোরেন ওড়িশা থেকে জন্মদিন পালনের জন্য এসেছিলেন বান্ধবীর ফ্ল্য়াটে। রাতে পার্টিও হয় বলে খবর। মঙ্গলবার সকালে বাগুইআটি থানার পুলিশের কাছে খবর যায়, দেশবন্ধুনগরের ফ্ল্যাটে এক মহিলার মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনা স্থলে গিয়ে দেখে, আবাসনের তিনতলার একটি ফ্ল্যাটের কোলাপসেবল গেট তালাবন্ধ। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে পুলিশ। দেখেন, ভিতরে অন্তর্যামী সোয়েন নামে ওই যুবক। তাঁর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট।পুলিশ জানিয়েছে, দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। শ্বাস রোধ করে খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।
Hindustan TV Bangla Bengali News Portal