Breaking News

জগদ্দল গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নামে জারি গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত!

নিজস্ব সংবাদদাতা:- জগদ্দলে গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত। জানা গিয়েছে, মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তবে আপাতত অর্জুন সিং রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে এই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। এমনকী, আগে অর্জুন সিংকেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।গত ২৬ মার্চ রাতে অর্জুনের বাড়ির সামনে গুলি-বোমাবাজির ঘটনা ঘটে। জগদ্দলে মেঘনা মোড়ে মজদুর ভবনের সামনে ওই ঘটনায় সাদ্দাম হোসেন নামে এক জন জখম হন। তৃণমূলের দাবি, জখম হওয়া যুবক তাদের দলের কর্মী। অর্জুনই তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। ওই ঘটনার তদন্তে নেমে পরের দিন সকালে অর্জুনকে তলব করে জগদ্দল থানার পুলিশ। যদিও বিজেপি নেতা থানায় হাজিরা দেননি। তৃণমূলের তোলা যাবতীয় অভিযোগও অস্বীকার করেন তিনি। ঘটনাক্রমে পুলিশ নোটিস দিয়েছিল অর্জুনকে। মঙ্গলবার তারা বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি নিয়ে ব্যারাকপুর মহকুমা আদালতে যায়। সূত্রের খবর, আদালতও গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে।আপাতত ভিন রাজ্যে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ। ফিরলেই কি গ্রেফতার হবেন তিনি? সেই সম্ভাবনা রয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *