প্রসেনজিৎ ধর, কলকাতা :- দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মাকে কলকাতা হাই কোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। প্রতিবাদে সরব কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কার্যত কর্মবিরতি পালন করছেন তাঁরা। বিক্ষোভকারীদের কথায়, যে বিচারপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ রয়েছে তাঁকে কলকাতা হাইকোর্টে বদলি করা হয়েছে। কলকাতা হাই কোর্ট ‘ডাম্পিং গ্রাউন্ড’ নয়। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। বৃহস্পরিবার সুপ্রিম কোর্টের কলেজিয়াম এই বদলির সুপারিশ করেছিল। এই সুপারিশে দিল্লি হাইকোর্টের বিচারপতি দিনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টে বদলি করার কথা বলা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন ও বার লাইব্রেরি ক্লাবের আইনজীবী সংগঠন এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করেছে।দিল্লি হাই কোর্টের বিচারপতি দীনেশকুমার শর্মা। একাধিক অনৈতিক সিদ্ধান্তের জেরে শিরোনামে এসেছেন তিনি। অভিযোগ, এমন অনেক মামলা রয়েছে যেখান থেকে আর্থিক সুবিধা পাওয়া যেতে পারে সেই সমস্ত মামলা ‘অনৈতিকভাবে’ কিংবা রস্টার পরিবর্তনের পরেও নিয়ম বহির্ভূতভাবে নিজের দায়রায় রেখে দিতেন। এর পিছনে কি আর্থিক লেনদেন ছিল? বিষয়গুলি নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তবে অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। তবে ‘দাগি’ বিচারপতিকে কলকাতা হাই কোর্টে বদলির সিদ্ধান্তে ক্ষুণ্ণ আইনজীবীরা। তাঁদের কথায়, “এটা ডাম্পিং গ্রাউন্ড নয়। অতীতেও একাধিক এমন বিচারপতিকে কলকাতা হাই কোর্টে বদলি করা হয়েছিল যাদের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ আছে।”
Hindustan TV Bangla Bengali News Portal