Breaking News

লাঠি বন্দুকের সাথে সাথে কলম টাও যে চলে জীবনের গল্প লিখে সেটাই বোঝালেন বিধাননগরের ডেপুটি কমিশনার আইপিএস অনীশ সরকার!লালগড় অভিযানের অজানা কথা

প্রসেনজিৎ ধর :- কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে | এই কথাটি প্রযোজ্য বিধাননগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ আইপিএস অনীশ সরকারের ক্ষেত্রে | পেশায় তিনি একজন দুধর্ষ আইপিএস অফিসার, আবার কলম হাতে তিনি একনিষ্ঠ লেখক | লালগড়ের অভিযান দিয়ে তাঁর কেরিয়ার শুরু৷ সেখানে অনেক কিছু দেখেছেন, শিখেছেনও অনেক | সেই অভিজ্ঞতা এবার বইয়ে প্রকাশ করবেন বিধাননগর ডেপুটি কমিশনার আইপিএস অনীশ সরকার | তবে তাঁর লেখা বই ইংরেজিতে, কারণ ইংরেজি মাধ্যম স্কুলে পড়ার জন্য ইংরেজিতে লিখতে বেশি স্বাচ্ছ্বন্দ বোধ করেন অনীশ সরকার |

তিনি মাওবাদীদের দেখেছেন খুব কাছ থেকে | এনকাউন্টারেও অংশ নিয়েছেন | কিষানজির অপারেশনেও ছিলেন এই জাদরেল পুলিশ অফিসার | আর সেই অভিজ্ঞতা থেকে লিখে ফেললেন উপন্যাস | আইপিএস অনীশ সরকারের এই বই লিখতে লেগেছে প্রায় ৫ বছর | কঠিন অপারেশনের যে কোনও চ্যালেঞ্জ নিতে তিনি তৈরী | লালগড়ের অভিযান দিয়ে তাঁর কেরিয়ার শুরু| সেখানে অনেক কিছু দেখেছেন, শিখেছেনও অনেক | সেই অভিজ্ঞতা এবার বইয়ে প্রকাশ করবেন বিধাননগর ডেপুটি কমিশনার আইপিএস অনীশ সরকার |পুলিশ জীবনে প্রচুর রোমাঞ্চকর ঘটনার সাক্ষী তিনি |লালগড় অভিযান অনীশ সরকারের কাছে এক বড় প্রাপ্তি,কারণ তিনি সেই সময় সদ্য অ্যাকাডেমি থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে কাজে যোগদেন |সেসময় অনেকেই যারা মাওবাদীদের সঙ্গে ছিলেন তারা এখন সরকারি কাজে নিযুক্ত হয়েছেন, তাঁদের জীবন পাল্টে গেছে |

তাঁর লেখা গল্পে কোনও হিরো নেই,কোনও ভিলেন নেই | সবাই নিজের নিজের ক্ষেত্রে নিজের মতো করে লড়াই করছেন | একজন পুলিশ অফিসার হিসাবে একটি চরিত্র রয়েছে মাত্র, এটা একার গল্প নয় | অনেকে মিলে এই অভিযান চালিয়েছিলেন | মাওবাদীদের কিন্তু ভিলেন হিসেবে দেখানো হয়নি তাঁর গল্পে | মাওবাদীদের কিছু বাধ্যবাধকতা ছিল ফলে ওরা আইনের বিরুদ্ধে লড়ছিল | দু’পক্ষের দাবি আলাদা ছিল, সেখান থেকে এই অভিযান৷ এভাবে গল্পটা লিখেছেন তিনি |

তাঁর বইতে মাওবাদীদের অনেক অজানা গল্প লুকিয়ে আছে |একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি অনেকদিন ধরে পুলিশের টার্গেটে ছিলেন | পুলিশ অ্যারেস্ট করতে চাইছিল কিন্তু তিনি লুকিয়ে থাকার ফলে সেটা সম্ভব হচ্ছিল না | একদিন অনীশ সরকার তাঁর স্ত্রীকে দেখলাম কোলে বাচ্চা নিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছেন | ওর সঙ্গে আলাদা কথা বলি | তাঁকে বোঝানোর চেষ্টা করি স্বামী-সন্তান নিয়ে সাধারণ জীবনযাপন তাঁর জন্য কতটা জরুরি | তিনি ধীরে ধীরে সেটা বোঝেন এবং বেশ কিছুদিন পর মূলশ্রোতে ফেরেন | এটা অবশ্যই সরকারের জন্য বড় সাফল্য,এভাবে তাঁরা সাধারণ মানুষের মন জয় করতে পেরেছিলেন | প্রেম ভালোবাসা থেকে শুরু করে শুটআউট সবই লেখা আছে তাঁর উপনাস্যের পাতায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *