দেবরীনা মণ্ডল সাহা,কলকাতা :- সুগার, প্রেশার, প্যারাসিটামল সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসও পথে নামছে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী ৪ এবং ৫ এপ্রিল ব্লকে ব্লকে ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল করবে তৃণমূল কংগ্রেস৷ সাধারণ মানুষকেও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সামিল হওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷মমতার কথায়, “এখন প্রতিবাদ না করলে স্বাস্থ্য পরিষেবা হাতের বাইরে বেরিয়ে যাবে।”সম্প্রতি ক্যানসার, হৃদরোগ-সহ প্রায় সাড়ে সাতশো ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। স্বাভাবিকভাবে যার ফলে সমস্যায় পড়েছে আমজনতা। এর প্রতিবাদে পথে নামছে তৃণমূল। এ প্রসঙ্গে বুধবার নবান্ন থেকে মমতা জানান, ওষুধের দামবৃদ্ধি নিয়ে তিনি শঙ্কিত, দুঃখিত এবং চিন্তিত। তাঁর কথায়, “স্বাস্থ্যই সম্পদ। তাই রাজ্য সরকার স্বাস্থ্যসাথী থেকে ন্যায্যমূল্যের ওষুধের দোকান করেছি। বিনামূল্যে চিকিৎসা, ওষুধ দিতে গিয়ে রাজ্য সরকারের প্রচুর টাকা খরচ হয়।” মমতার অভিযোগ, “স্বাস্থ্যবিমার উপর জিএসটি চাপাচ্ছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলাম আমি।”অন্যদিকে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে, ডায়াবেটিস, হার্ট, কোলেস্টরল, ব্লাড থিনার, ব্লাড প্রেশার, জ্বর, বমি, গ্যাস, হাঁপানি, এইডসের মতো ওষুধের দামও বৃদ্ধি করা হয়েছে। সব মিলিয়ে ৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ছে স্টেন্ট–অর্থোপেডিক চিকিৎসা সরঞ্জামেরও। এই বিশাল দাম বৃদ্ধি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘৭৪৮টি ওষুধের দাম বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে। এই সব ওধুধ গরিব, সাধারণ মানুষ কেনে। এদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা দিয়ে চিকিৎসা করার। এগুলির দাম বাড়িয়ে দেওয়ায় আমি স্তম্ভিত।’
Hindustan TV Bangla Bengali News Portal