Breaking News

আগামী ২৪ ঘণ্টা গ্রেফতার করা যাবে না,ভাটপাড়ায় গুলি চালনার ঘটনায় অর্জুন সিংকে সাময়িক স্বস্তি হাইকোর্টের!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ভাটপাড়ায় গুলিচালনার ঘটনায় কলকাতা হাইকোর্টে সাময়িক স্বস্তি পেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার কলকাতা হাইকোর্ট ওই ঘটনায় অর্জুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে মৌখিক নিষেধাজ্ঞা জারি করেছে। বৃহস্পতিবার ফের মামলার শুনানি হয়েছে। শুনানির পর নতুন নির্দেশ জারি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে এই নিষেধাজ্ঞা।আগামী ২৪ ঘণ্টা গ্রেফতার করা যাবে না তাঁকে। কলকাতা হাই কোর্ট আজ বুধবার মৌখিক এই নির্দেশ দিয়েছে। জগদ্দল গুলি কাণ্ডে বারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। গতকাল বারাকপুর এসিজেএম আদালতের বিচারক মণিকা চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আজ বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে সেই মামলার শুনানি হয়।এদিন অর্জুনের আইনজীবী বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় রাজ্য সরকার অর্জুন সিংকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে। অর্জুন সিং একজন প্রাক্তন জনপ্রতিনিধি। তাঁর পালিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তার পরও তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এব্যাপারে আদালত অর্জুন সিংকে রক্ষাকবচ দিক।’
অর্জুনের আইনজীবীর আবেদন শুনে বিচারপতি সেনগুপ্ত মৌখিকভাবে জানান, বৃহস্পতিবার পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে এই মামলায় কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অর্থাৎ গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে।গত ২৬ মার্চ রাতে জগদ্দলের মেঘনা মোড় এলাকায় শ্রমিকদের মধ্যে গন্ডগোল হয়েছিল। সেই খবর পেয়ে অর্জুন সিং কয়েকজনকে সঙ্গে নিয়ে মেঘনা মোড়ের কাছে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে অর্জুনের অভিযোগ, দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালায়। এবার পালটা ধাওয়া করেন তাঁরাও। তাতেই চম্পট দিতে গিয়ে জখম হন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় ওই এলাকা। আহত যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সেই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু’বার অর্জুন সিংকে তলব করে বারাকপুর পুলিশ। তবে তিনি হাজিরা দেননি। পরেরদিন ভাটপাড়ার মজদুর ভবনে গিয়ে অর্জুনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশকর্তারা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *