নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- রামনবমীতে অশান্তি বাঁধানোর ছক নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাঁর কড়া হুঁশিয়ারি, “দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে না। বাংলার মানুষ আর যা-ই হোক, দাঙ্গা সহ্য করবে না। বাংলা সংস্কৃতির জন্ম দেয়। আমরা রামকৃষ্ণকে মানি, জুমলা পার্টিকে নয়।”এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি জুমলা পার্টিকে বলব, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমিও অন্নপূর্ণা পুজো করি। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা করে। পঞ্জাবিরাও কৃপাণ নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চই করতে পারবেন। পুলিশের বিধিনিষেধ মেনে। অন্য জায়গায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়।’ একই সঙ্গে রামনবমীর মিছিলে তাঁর কোনও আপত্তি নেই বলে স্পষ্ট করেছেন মমতা। তিনি বলেন, ‘রামনবমীতে আমাদেরও অনেকে মিছিল করেন। আমার তাতে আপত্তি নেই। আমরা চাই শান্তিপূর্ণভাবে হোক।’বুধবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী মনে করালেন, রাজ্যে ইদ শান্তিপূর্ণভাবে মিটেছে। আগামী দিনে যে ধর্মীয় অনুষ্ঠানগুলি আসছে সেগুলিও যেন শান্তিপূর্ণভাবে মেটে। মুখ্যমন্ত্রী বলছেন, “আমি চাই ইদের মতো রামনবমী, অন্নপূর্ণা পুজোও শান্তিপূর্ণভাবে মিটুক।” বিজেপির উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, “গৈরিকীকরণ ও রক্তিমকরণকে মেলাবেন না। জুমলা পার্টিকে বলব বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো করুন ধর্ম মানেই কর্ম, মানবিক হোন, দানবিক হবেন না।”মুখ্যমন্ত্রীর অভিযোগ, রামনবমীতে পরিকল্পিতভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, “মানুষের মধ্যে বিভাজনের জন্য, দাঙ্গা লাগানোর জন্য ওঁরা নতুন ধর্মের আমদানি করেছে। এই ধর্ম রামকৃষ্ণের নয়, স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম তপোবনের নয়, বেদ বেদান্তের নয়। দয়া করে দাঙ্গা করে অশান্তি পাকানোর চেষ্টা করবেন না। এটা ওদের গেমপ্ল্যান।”
Hindustan TV Bangla Bengali News Portal