দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মর্মান্তিক ঘটনা শহরে। বাড়ি থেকে উদ্ধার স্বামী-স্ত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে পূর্ব যাদবপুরের মুকুন্দপুরে। ইতিমধ্যে দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম দুলাল পাল। বয়স ৬৫ বছর। বৃদ্ধার নাম রেখা পাল। বয়স ৫৮ বছর। এদিন সকালে মুকুন্দপুরের বাড়ির ডাইনিং রুমে দুলালকে ঝুলতে দেখা যায়। অন্যদিকে, স্ত্রী রেখার ঝুলন্ত দেহ উদ্ধার হয় বেডরুম থেকে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। বাবা-মাকে ফোনে না পেয়ে প্রতিবেশীদের খোঁজ নিতে বলেন দম্পতির বিবাহিতা মেয়ে। তখনই বিষয়টি সামনে আসে। ঘটনার পর থেকে নিখোঁজ নিহত দম্পতির ছেলে ও পুত্রবধূ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ছেলে সৌরভ পাল ও বৌমা কল্যাণী পালের সঙ্গে মুকুন্দপুরের ফ্ল্যাটে থাকতেন ওই দম্পতি। যদিও ঘটনার সময় ছেলে-বৌমা বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতে ঘরেই ছিলেন ওই দম্পতি। কিন্তু বেশ কিছু ক্ষণ কেটে গেলেও তাঁদের সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। শেষে পুলিশ এসে বাড়ির দরজা ভেঙে তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, দম্পতির ছেলে ও বৌমা দু’জনেই চাকরি করেন। মা-বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভাল ছিল না বলেও স্থানীয় সূত্রে খবর। অভিযোগ, মাঝেমাঝেই তাঁদেরকে মারধর করা হত। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকালেও দম্পতির সঙ্গে এক দফা ঝগড়া হয়েছিল ছেলে-বৌমার। তারপর তাঁরা যে যাঁর মতো কাজে বেরিয়ে যান। সেই রাতেই ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধ-বৃদ্ধার দেহ। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।
Hindustan TV Bangla Bengali News Portal