Breaking News

স্কুলে এগিয়ে এল গরমের ছুটি!৩০ এপ্রিল থেকে বিদ্যালয়ে ছুটির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

প্রসেনজিৎ ধর, কলকাতা :-৩০ এপ্রিল থেকে রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানালেন তিনি।মমতা বলেন, “গরমটা বেশি। তাই প্রাথমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিতে গরমের ছুটি পড়ে যাবে। এছাড়া ১০ এপ্রিল মহাবীর জয়ন্তী। ১৪ এবং ১৫ এপ্রিল পয়লা বৈশাখের জন্য ছুটি। এছাড়া বেশ কয়েকটা রবিবার আছে। ৩০ এপ্রিলের মধ্যে বারো-তেরোদিন ছুটির মধ্যে চলে যাবে। আগে মে মাসে ছুটি পড়ত। এখন গরমটা বেশি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষামন্ত্রীও আমাকে জানিয়েছে ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে।” শিক্ষা দফতরের সূচি জানিয়েছিল, এ বছর গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলবে। অর্থাৎ, মাত্র ১১ দিনের জন্য স্কুল বন্ধ থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গের মতো গ্রীষ্মপ্রধান রাজ্যে এত কম সময়ের ছুটি যথেষ্ট কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষকরা। আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে, ১২ দিন এগিয়ে এল ছুটি।
গত বছরও নির্ধারিত সময়ের আগেই ছুটি ঘোষণা করা হয়েছিল। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও, তীব্র দাবদাহের কারণে ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত তা স্থায়ী হয়। ফলে, প্রায় দু’মাস স্কুল বন্ধ থাকায় ছাত্রদের পড়াশোনায় ব্যাপক প্রভাব পড়ে। এবারও ছুটি শুরু হয়ে যাচ্ছে ৩০ এপ্রিল থেকে। কবে স্কুল খুলবে, তা অবশ্য এখনও জানা যায়নি।শিক্ষকদের বড় অংশ গরমের ছুটির সময় বাড়ানোর বদলে স্কুলের সময় বদলের পক্ষপাতী। তাঁদের মতে, সকাল সকাল ক্লাস শুরু হলে গরমের কষ্টও কমবে, আবার পড়াশোনাতেও বাধা হবে না। কারণ টানা এক-দেড় মাস স্কুল বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *