Breaking News

২৬ হাজারের চাকরি বাতিলের দিনই আদালতে জামিন চাইলেন পার্থ চট্টোপাধ্যায়!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতি অভিযোগ তুলে এই ২০১৬ সালের এই প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। যে দিন এই রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত, সেই দিনই বিশেষ সিবিআআই আদালতে জমিনের আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।এবার পার্থর আইনজীবীর যুক্তি, ওএমআর শিট সংক্রান্ত বিষয়ে কিছুই জানেন না পার্থ চট্টোপাধ্যায়। তাই তাঁকে এবার জামিন দেওয়া হোক। যে কোন শর্তে জামিনের আর্জি জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী।এদিকে আজ ২৬ হাজারের চাকরি বাতিল হয়েছে। দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের এসএসসি’‌র প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কারা যোগ্য, কারা অযোগ্য তার পৃথকীকরণ সম্ভব নয় বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তার জেরেই কান্নায় ভেঙে পড়েছেন চাকরিহারারা। এই রায় বের হওয়ার পরই আজ বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করে বসেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীর সওয়াল, ‘‌আমার মক্কেল নির্দোষ। যে কোনও শর্তে জামিন দেওয়া হোক তাঁকে।’‌ যদিও আগে এই পার্থ চট্টোপাধ্যায়কে ‘দুর্নীতির মাস্টারমাইন্ড’ বলেছিল সিবিআই।পার্থর আইনজীবীর বক্তব্য, দীর্ঘ দিন ধরে বিনা কারণে হেফাজতে রাখা হয়েছে তাঁর মক্কেলকে। একই অভিযোগে অভিযুক্তদের ছেড়ে দেওয়া হলেও তাঁকে ছাড়া হচ্ছে না জামিনে। অথচ এখনও সেভাবে জিজ্ঞাসাবাদও করা হয় না। তাহলে কীসের ভিত্তিতে তাঁকে জেলবন্দি করে রাখা হয়েছে, সেই প্রশ্নের জবাব চেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। নিয়োগ মামলায় পার্থর বিরুদ্ধে আদালতে ইতিমধ্যে গোপন জবানবন্দি দিয়েছেন প্রাক্তন মন্ত্রীর জামাই কল্যাণময় ভট্টাচার্য এবং আর এক আত্মীয়। এমনকী নিয়োগ মামলায় রাজসাক্ষীও হয়েছেন পার্থর জামাই। তাঁরা এই দুর্নীতির ‘মাস্টারমাইন্ড’ বলেছেন তাঁকে। যার জেরে নিয়োগ মামলায় পার্থর বিড়ম্বনা আরও বেড়েছে বলেই মনে করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *