নিজস্ব সংবাদদাতা,কলকাতা :- চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৪ ও ১৫ তারিখ দু’দিনের বঙ্গ সফরে তিনি কলকাতা আসছেন, এমনটাই সূত্রের খবর | তবে এই বিষয়ে এখনও সরকারিভাবে কোনও বার্তা পাওয়া যায়নি বলে খবর |এখন বাংলায় জ্বলন্ত ইস্যু সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি গিয়েছে। তার উপর পাথরপ্রতিমায় অবৈধ বাজি কারখানায় আগুন লেগেছে। এই ইস্যুগুলিকে যাতে বঙ্গ বিজেপি কাজে লাগাতে পারে তা নিয়ে নেতাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ |এর আগে গত ২৯ মার্চ অমিত শাহের বাংলায় আসার কথা ছিল। কিন্তু তার কিছুদিন আগেই জানানো হয়, ওই সফর আপাতত স্থগিত হয়েছে। ওই দিন তিনি বাংলায় আসছেন না। কিন্তু কেন তিনি আসবেন না? সেই নিয়ে প্রশ্ন উঠেছিল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়, ৩১ মার্চ খুশির ইদ। সে কারণেই সম্মান জানিয়ে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি রাখেননি। এখন ও পর্যন্ত যা খবর,১৪ তারিখ স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতা বিমানবন্দরে নামবেন। ১৫ তারিখ একাধিক কর্মসূচি আছে। বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক করবেন। কয়েকজন নেতার সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন বলেও সূত্রের খবর। পয়লা বৈশাখের দিন অমিত শাহ দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে পারেন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তাই বঙ্গ বিজেপির রুটম্যাপ তৈরি করে দিতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে সূত্রের খবর।
