দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- আজ দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই উপলক্ষ্যে সকাল থেকেই রাজ্যজুড়ে চলছে রামনবমীর মিছিল। এদিন নিউটাউনে বাইক র্যালি করে রামনবমীর মিছিল করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তবে শুরুতেই লকেট চট্টোপাধ্যায়ের মিছিল আটকায় পুলিশ। লকেটের নেতৃত্বে শোভাযাত্রা কেষ্টপুরে ঢুকতেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। এ নিয়ে পুলিশের বচসায় জড়িয়ে পড়েন বিজেপির প্রাক্তন সাংসদ এবং দলের অন্যান্য কর্মী সমর্থকরা।নিউটাউনে রাম নবমীর শোভাযাত্রায় বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সকাল থেকেই উপস্থিত ছিলেন। মিছিলটি নিউটাউনের ইকো পার্কের কাছ থেকে শুরু হয় এবং শতাধিক কর্মী ও ভক্ত ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিয়ে এগিয়ে চলে। কিন্তু মিছিল যখন বিশ্ববঙ্গ ট্রেড সেন্টারের কাছে পৌঁছয়, তখন পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। পুলিশের দাবি, মিছিলটি নির্দিষ্ট রুটের বাইরে যাচ্ছিল এবং পথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়। কিন্তু লকেট ও তাঁর সমর্থকরা এই নির্দেশ মানতে অস্বীকার করেন। এরপরই পুলিশের সাথে তাঁর তীব্র বাক্য বিনিময় শুরু হয়।লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন, “এটি আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর হামলা। রাম নবমীর মিছিলে আমরা শান্তিপূর্ণভাবে অংশ নিচ্ছিলাম। কিন্তু তৃণমূল সরকারের নির্দেশে পুলিশ আমাদের আটকে দিয়েছে।” তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু উৎসবের প্রতি বৈষম্য দেখান। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাব।” প্রত্যক্ষদর্শীরা জানান, বচসার সময় লকেট পুলিশের ব্যারিকেড সরানোর চেষ্টা করেন, যদিও পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়নি। পুলিশ শান্তিপূর্ণভাবে মিছিলটিকে অন্য পথে নিয়ে যায়।
লকেট আরও বলেন, ‘এটা একটি ধর্মীয় অনুষ্ঠান, কোনও রাজনৈতিক অনুষ্ঠান নয়। তাই ধর্মীয় উৎসবে আটকানোর কোনও অধিকার নেই পুলিশের। আসলে তৃণমূল সরকার ভয় পাচ্ছে। তারা একটা সম্প্রদায়কে আটকাচ্ছে না। অথচ দেশজুড়ে রামনবমী পালন হচ্ছে। তা সত্ত্বেও আটকানোর কারণ কী?’ এই নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
